৪৩২ রানে থামলো নিউজিল্যান্ড, লিড ২২১

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৮ এএম, ১১ মার্চ ২০১৯
৪৩২ রানে থামলো নিউজিল্যান্ড, লিড ২২১

ছবি: ক্রিকইনফো

বৈরী আবহাওয়ায় পাঁচদিনের ম্যাচ তৃতীয় দিনে শুরু হওয়া টেস্টে টাইগারদের ব্যাটে রান না আসলেও স্বাগতিক নিউজিল্যান্ডের ঠিকই রানের চাকা সচল ছিল। বাংলাদেশের ২১১ রানে অলআউট হওয়ার পর ব্যাট হাতে ৪৩২ রান করে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। ফলে বাংলাদেশের বিপক্ষে তাদের লিড দাঁড়িয়েছে ২২১।

বৃষ্টির কারণে দুইদিন সময় নষ্ট হলেও ফল বের করতে চেষ্টার কমতি রাখছে না নিউজিল্যান্ড। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পর তারা এ টেস্টও তাই জয়ের সম্ভাবনা দেখছে। অন্যদিকে বাংলাদেশের হাতেও যথেষ্ট সময় রয়েছে। ২২১ রান করতে পুরো একদিনের বেশি সময় রয়েছে মাহমুদউল্লাদের হাতে।

সোমবার (১১ মার্চ) ম্যাচের চতুর্থ দিন ৪৩২ রানে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এ রান করতে তারা বল খেলেছে মাত্র ৮৪.৫ ওভার। অর্থাৎ ওভার প্রতি রানের গড় পাঁচেরও উপরে। বাংলাদেশের ২১১ রানের জবাবে কিউইদের লিড দাঁড়িয়েছে ২২১ রানে।

গতকাল (রোববার) তৃতীয় দিনের শেষ বিকেলটা বাংলাদেশের জন্য ছিল দারুণ আশা জাগানিয়া। মাত্র ৮ রানের মধ্যেই দুই কিউই ওপেনারকে সাজঘরের টিকিট ধরিয়েছিলেন আবু জায়েদ রাহী। এরপর বৃষ্টি কারণে আর দিনের খেরা মাঠে গড়ায়নি।

তবে চতুর্থ দিন সকালে দ্রুত উইকেট তুলে নেয়ার বিপরীতে দিনের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিকতরা। অধিনায়ক কেন উইলিয়ামসনের ফিফটি, তরুণ হেনরি নিকলসের সেঞ্চুরি এবং অভিজ্ঞ রস টেলরের ডাবল সেঞ্চুরিতে প্রায় সাড়ে ৪শ’ রান করে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২১১
নিউ জিল্যান্ড ১ম ইনিংস : ৪৩২/৬ (ডিক্লেয়ার), লিড : ২২১ রান


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটিংয়ে আরও মনোযোগী হওয়া উচিত : লিটন

ব্যাটিংয়ে আরও মনোযোগী হওয়া উচিত : লিটন

বৃষ্টিতে দিন শেষ, সান্ত্বনা রাহীর দুই উইকেট

বৃষ্টিতে দিন শেষ, সান্ত্বনা রাহীর দুই উইকেট

২১১ রানে অলআউট বাংলাদেশ

২১১ রানে অলআউট বাংলাদেশ

প্রথম টেস্টের ব্যক্তিগত অর্জনগুলোই অনুপ্রেরণা টাইগারদের

প্রথম টেস্টের ব্যক্তিগত অর্জনগুলোই অনুপ্রেরণা টাইগারদের