নিউজিল্যান্ডে হামলার টাইগারদের তৃতীয় টেস্ট বাতিল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০:২৬ এএম, ১৫ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডে হামলার টাইগারদের তৃতীয় টেস্ট বাতিল

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলা চালানোয়র ঘটনায় ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় টেস্ট বাতিল ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবার ওভালে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা ছিল।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে। টুইটে বলা হয়েছে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশে ক্রিকেট বোর্ড এক সাথে সিদ্ধান্ত নিয়ে তৃতীয় টেস্ট বাতিল করেছে।

এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ডেভিড হোয়াট বলেন, ‘আমি বাংলাদেশের সাথে কথা বলেছি। আমরা উভয়ই একমত যে, এই সময়ে ক্রিকেট খেলাটা অনুপযুক্ত।’

শুক্রবার স্থানীয় সময় দুপুরে ক্রাইস্টচার্চে মসজিদ আল নূরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলার সময় মসজিদটির খুব কাছেই ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। জুমার নামাজ আদায় করতে আল নূর মসজিদে যাচ্ছিলেন ক্রিকেটাররা।

তবে ৫ মিনিট আগে মসজিদে পৌঁছালে সন্ত্রাসী হামলার সময় মসজিদের ভেতরেই থাকতেন খেলোয়াড়রা। এই ঘটনার পর তাদের কেউই নিউজিল্যান্ডে থাকতে চাইছেন না।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউ জিল্যান্ডে মসজিদে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন টাইগাররা!

নিউ জিল্যান্ডে মসজিদে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন টাইগাররা!

খেলায় মানসিকতায় নেই টাইগাররা, দ্রুত দেশে ফিরতে চান

খেলায় মানসিকতায় নেই টাইগাররা, দ্রুত দেশে ফিরতে চান

এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা : তামিম

এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা : তামিম

হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চায় বাংলাদেশ

হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চায় বাংলাদেশ