দ্বিতীয় দিন শেষে ১৮১ রানে এগিয়ে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০১ পিএম, ২৬ জুলাই ২০১৯
দ্বিতীয় দিন শেষে ১৮১ রানে এগিয়ে ইংল্যান্ড

ছবি : গেটি ইমেজ

আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হাতে নিয়ে ১৮১ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১২২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ৩০৩ রান করেছে ইংলিশরা।

প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২০৭ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ফলে চারদিনের টেস্টের প্রথম ইনিংসে ১২২ রানের লিড পায় আইরিশরা।

টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ইংল্যান্ডকে গুটিয়ে দিয়ে নিজেরাও অলআউট হয় আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে রান দেখা পান ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। তবে দু’ব্যাটসম্যান ছাড়া অন্যরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন ওপেনার জ্যাক লিচ। এছাড়া অভিষেক ম্যাচ খেলতে নামা জেসন রয় করেন ৭২ রান। তৃতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে ৯ নম্বরে নামা স্যাম কারানের ব্যাট থেকে। দিন শেষে স্টুয়ার্ট ব্রড ২১ ও স্টোন শূন্য রানে অপরাজিত আছেন।

আয়ারল্যান্ডের মার্ক আডির ৩টি, বয়েড রানকিন-স্টুয়ার্ট থমসন ২টি করে উইকেট নেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

শিশুকাল থেকেই স্বপ্ন দেখতেন মুরতাগ

শিশুকাল থেকেই স্বপ্ন দেখতেন মুরতাগ

আয়ারল্যান্ডের কাছে ৮৫ রানেই অলআউট ইংল্যান্ড

আয়ারল্যান্ডের কাছে ৮৫ রানেই অলআউট ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের লিড ১২২

ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের লিড ১২২

মাশরাফিকে অবসর নিতে মানা করলেন মালিঙ্গা

মাশরাফিকে অবসর নিতে মানা করলেন মালিঙ্গা