নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দেখছে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১৭ আগস্ট ২০১৯
নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দেখছে শ্রীলঙ্কা

ছবি : গেটি ইমেজ

নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্ট জয়ের পথে বেশ ভালোভাবেই টিকে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। জয়ের জন্য ২৬৮ রানের জবাবে চতুর্থ দিন (শনিবার) শেষে বিনা উইকেটে ১৩৩ রান তুলেছেন লঙ্কানরা। ম্যাচের শেষদিনে আরও ১৩৫ রান করতে হবে। এর রান করতে শ্রীলঙ্কার হাতে আছে ১০ উইকেট।

১৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ১৯৫ রান করেছিল নিউজিল্যান্ড। তাই দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ১৭৭ রানে এগিয়েছিল কিউইরা। উইকেটরক্ষক বিজে ওয়াটলিং ৬৩ ও উইলিয়াম সমারভিল ৫ রানে অপরাজিত ছিলেন।

শ্রীলঙ্কার সামনে বড় টার্গেট দিতে ওয়াটলিয়ের দিকে তাকিয়েছিল নিউজিল্যান্ড। ওয়াটলিং চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শ্রীলঙ্কার ডান-হাতি পেসার লাহিরু কুমারা ৭৭ রানে থামিয়ে দেন ওয়াটলিংকে। তার ১৭৩ বলের ইনিংসে ৬টি চার ছিল। তবে বড় ইনিংস খেলার পথেই ছিলেন সমারভিল।

শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে লড়াই করার চেষ্টা করেছেন তিনি। তাতে কিছুটা হলেও সফল হয়েছেন সমারভিল। ট্রেন্ট বোল্টকে নিয়ে ৩৬ ও আজাজ প্যাটেলকে নিয়ে ২৫ রান যোগ করেন সমারভিল। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৮৫ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

জয়ের জন্য ২৬৮ রানের টার্গেট পায় শ্রীলঙ্কা। সমারভিল অপরাজিত ৪০, বোল্ট ২৬ ও প্যাটেল ১৪ রান করেন। শ্রীলঙ্কার অ্যাম্বুলদেনিয়া ৪টি ও ডি সিলভা ৩টি উইকেট নেন।

জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্যে দুর্দান্ত ব্যাটিং করেন শ্রীলঙ্কার দুই ওপেনার অধিনায়ক দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। দিন শেষে করুনারত্নে ২টি চারে ১৬৮ বলে ৭১ ও থিরিমান্নে ৪টি চারে ১৩২ বলে ৫৭ রানে অপরাজিত আছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটে লেগে হেলমেটে আটকে গেল বল

ব্যাটে লেগে হেলমেটে আটকে গেল বল

লিড নিয়েই ইনিংস শেষ করলো শ্রীলঙ্কা

লিড নিয়েই ইনিংস শেষ করলো শ্রীলঙ্কা

বিপিএলের ফ্রাঞ্চাইজিরাই বার বার আইন ভাঙছে

বিপিএলের ফ্রাঞ্চাইজিরাই বার বার আইন ভাঙছে

বাংলাদেশের নতুন কোচ ডমিঙ্গো

বাংলাদেশের নতুন কোচ ডমিঙ্গো