শীর্ষ স্থান হারালেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৮ এএম, ২০ আগস্ট ২০১৯
শীর্ষ স্থান হারালেন সাকিব

আইসিসি টেস্ট অলাউন্ডার তালিকায় সাকিব আল হাসানকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। সোমবার প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী এ তালিকায় এখন ৪৩৯ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। সাকিবের অবস্থান দ্বিতীয়, পয়েন্ট ৩৯৯। তৃতীয় স্থানে আছেন ভারতের জাদেজা।

টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে টপকে র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্মিথ।

৯২২ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছেন কোহলি। তবে চলমান অ্যাশেজ সিরিজে বার্মিংহামে পর পর দুই সেঞ্চুরির পর লর্ডসে ৯২ রান করা স্মিথ ৯১৩ পয়েন্ট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।

ব্যাটসম্যান তালিকার শীর্ষ দশে থাকা ভারতীয় অপর ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা আছেন চতুর্থ স্থানে।

নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করায় র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নেরও। প্রবেশ করেছেন শীর্ষ দশে। চার ধাপ এগিয়ে অস্টম স্থানে উঠে এসেছেন করুনা। দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম উঠে এসেছেন ষষ্ঠ স্থানে। সামান্য উন্নতি ঘটানো ইংল্যান্ড অধিনায়ক জো রুট আছেন নবম স্থানে।

বোলার র‌্যাংকিংয়ে অনেক পার্থক্য গড়ে সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দশম স্থানে আছেন তারই স্বদেশেী রবিচন্দ্রন অশ্বিন।

 

ব্যাটসম্যান র‌্যাংকিং (শীর্ষ দশ)
১. বিরাট কোহলি (ভারত) ৯২২ পয়েন্ট
২. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) ৯১৩ পয়েন্ট
৩.কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৮২৭ পয়েন্ট
৪. চেতেশ্বর পুজারা (ভারত) ৮৮১ পয়েন্ট
৫.হেনরি নিকোলস(নিউজিল্যান্ড) ৭৭০ পয়েন্ট
৬. আইডেন মার্করাম(দ:আফ্রিকা) ৭১৯ পয়েন্ট
৭.কুইন্টন ডি কক(দ:আফ্রিকা) ৭১৮ পয়েন্ট
৮.দিুমথ করুনারতেœ(শ্রীলংকা) ৭১৬ পয়েন্ট
৯.জো রুট(ইংল্যান্ড) ৭১০ পয়েন্ট
১০.ফাফ ডু প্লেসিস(দ:আফ্রিকা) ৭০২পয়েন্ট

বোলিং
১.প্যাট কামিন্স(অস্ট্রেলিয়া) ৯১৪ পয়েন্ট
২.কাগিসো রাবাদা(দ:আফ্রিকা) ৮৫১ পয়েন্ট
৩.জেমস এন্ডারসন(ইংল্যান্ড) ৮২৩ পয়েন্ট
৪. ভারনন ফিলান্ডার(দ:আফ্রিকা) ৮১৩ পয়েন্ট
৫.রবীন্দ্র জাদেজা(ভারত) ৭৯৪ পয়েন্ট
৬, নেইল ওয়াগনার(নিউজিল্যান্ড) ৭৯৩ পয়েন্ট
৭. ট্রেন্ট বোল্ট(নিউজিল্যান্ড) ৭৮৫ পয়েন্ট
৮. মোহাম্মদ আব্বাস(পাকিস্তান) ৭০০ পয়েন্ট
জেসন হোল্ডার(ও:ইন্ডিজ) ৭০০ পয়েন্ট
১০. রবিচন্দ্রন অশ্বিন(ভারত) ৭৬৩ পয়েন্ট

অলরাউন্ডার
১.জেসন হোল্ডার (ও:ইন্ডিজ) ৪৩৯ পয়েন্ট
২. সাকিব (বাংলাদেশ) ৩৯৯ পয়েন্ট
৩.রবীন্দ্র জাদেজা(ভারত) ৩৮৭ পয়েন্ট
৪. বেন স্টোকস(ইংল্যান্ড) ৩৬৭ পয়েন্ট
৫. প্যাট কামিন্স(অস্ট্রেলিয়া) ৩৩৯ পয়েন্ট
৬. ভারনন ফিলান্ডার(দ:আফ্রিকা) ৩২৬ পয়েন্ট
৭.রবিচন্দ্রন অশ্বিন(ভারত) ৩২১ পয়েন্ট
৮.ক্রিস ওকস(ইংল্যান্ড) ২৬৯ পয়েন্ট
৯. মিচেল স্টার্ক(অস্ট্রেলিয়া) ২৬০ পয়েন্ট
১০.মঈন আলী(ইংল্যান্ড) ২৪৯ পয়েন্ট


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিক্সিংয়ের কথা স্বীকার করলেন শারজিল

ফিক্সিংয়ের কথা স্বীকার করলেন শারজিল

অ্যাশেজের তৃতীয় টেস্টেও নেই অ্যান্ডারসন

অ্যাশেজের তৃতীয় টেস্টেও নেই অ্যান্ডারসন

বিশ্বকাপ বাছাই : এই দলই দেশসেরা, দাবি কোচের

বিশ্বকাপ বাছাই : এই দলই দেশসেরা, দাবি কোচের

হাতে সময় থাকায় ফুরফুরে ফিজিও

হাতে সময় থাকায় ফুরফুরে ফিজিও