আফগানিস্তানের বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৯
আফগানিস্তানের বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ

ফাইল ছবি

সফররত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস ভাগ্যে হেরে গেছে বাংলাদেশ। অন্যদিকে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।

দীর্ঘদিন পর টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে প্রথমে বোলিং করছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্টে দল।

২০১৮ সালে ভারতের বিপক্ষে টেস্ট মর্যাদা পাওয়া আফগানদের বিপক্ষে আজ প্রথম টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ। তবে এর আগে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ৮টি ওয়ানডে ও চারটি টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ।

ওয়ানডে ম্যাচে পাঁচটি এবং টি-২০তে একটিতে জয় পায় বাংলাদেশ। তবে আফগানিস্তান নবীন হলেও এ টেস্টে ম্যাচে দুই দলের লড়াইটা ভালোই হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দলের দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে নতুন পথচলা শুরু হলো টাইগারদের। শুধু প্রধান কোচই নয়, পেস ও স্পিন বোলিং কোচেও পরিবর্তন এনেছে বাংলাদেশ। এছাড়া চোট থেকে সেরে ওঠায় নতুনভাবে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে বাংলাদেশ।

টেস্ট ফরম্যাটে অবশ্য আফগানিস্তানের বিপক্ষে অনেক এগিয়ে বাংলাদেশ। ২০০০ সালের নভেম্বরে টেস্ট আঙিনায় পথ চলা শুরু হওয়া বাংলাদেশ এখন পর্যন্ত ১১৪টি ম্যাচ খেলে ফেলেখে। সেখানে বাংলাদেশের জয় ১৩টি এবং হার ৮৫টি।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

আফগানিস্তান একাদশ
রশিদ খান (অধিনায়ক), ইসনাউল্লাহ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইয়ামিন আহমদজাই, কায়েস আহমেদ এবং জহির খান।


শেয়ার করুন :


আরও পড়ুন

সব কিছু স্বাভাবিক হতে জয় প্রয়োজন : সাকিব

সব কিছু স্বাভাবিক হতে জয় প্রয়োজন : সাকিব

আফগানিস্তানের বিপক্ষেই নাম ও নম্বর ব্যবহার করবে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষেই নাম ও নম্বর ব্যবহার করবে টাইগাররা

বাংলাদেশকে সমীহ করলেও ভীত নয় আফগানিস্তান

বাংলাদেশকে সমীহ করলেও ভীত নয় আফগানিস্তান

হাথুরু-রোডস ব্যর্থ হলেও আশাবাদী ডোমিঙ্গো

হাথুরু-রোডস ব্যর্থ হলেও আশাবাদী ডোমিঙ্গো