ফিরেই ডাবল সেঞ্চুরি হাঁকালেন স্মিথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৯
ফিরেই ডাবল সেঞ্চুরি হাঁকালেন স্মিথ

ছবি : গেটি ইমেজ

অ্যাশেজ সিরিজে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে একমাত্র ইনিংসে ৯২ রান করে শীর্ষে উঠার রেকর্ডটা নিজের করে নিয়েছিলেন স্টিভ স্মিথ। পরে মাথায় চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে আর খেলতে পারেননি। তবে স্মিথের ব্যাটের ধার কমেনি এতটুকুও। মাঠে ফিরেই তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি।

অ্যাশেজে টানা ৮ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংসে খেলার কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্মিথ। ইনিংসগুলো হলো যথাক্রমে- ২৩৯, ৭৬, ১০২*, ৮৩, ১৪৪, ১৪২, ৯২ এবং সর্বশেষ ব্যাট হাতে খেললেন ২১১ রানের ইনিংস। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন ৮ উইকেটে ৪৯৭ রানে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করে।

বল টেম্পারিং কেলেঙ্কারির নিষেধাজ্ঞা কাটিয়ে অ্যাশেজ দিয়েই ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন স্মিথ। এজবাস্টনে প্রত্যাবর্তনের টেস্টেই করেন জোড়া সেঞ্চুরি। লর্ডসে পরের টেস্টে এক ইনিংস খেলতে পেরে করেন ৯২ রান।

তবে জোফরা আর্চারের বাউন্সারে মাথায় আঘাত না পেলে আর মাঠে নামা হয়নি তার। খেলতে পারেননি হেডিংলিতে তৃতীয় টেস্টে। তবে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে এসেই খেললেন ২১১ রানের অসাধারণ এক ইনিংস। টেস্টে এটি তার তৃতীয় ডাবল সেঞ্চুরি, তিনটিই ইংল্যান্ডের বিপক্ষে।

ম্যানচেস্টারে বৃহস্পতিবার স্মিথ ব্যাটিং শুরু করেছিলেন ৬০ রান নিয়ে। দিনের শুরুতেই ট্রাভিস হেডকে (১৯) ফিরিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। বেশিক্ষণ টিকতে পারেননি ম্যাথু ওয়েডও (১৬)।

ষষ্ঠ উইকেটে অধিনায়ক টিম পেইনের সঙ্গে স্মিথ গড়েন এ সিরিজের সর্বোচ্চ ১৪৫ রানের জুটি। এ জুটির পথেই স্মিথ তুলে নেন ২৬তম টেস্ট সেঞ্চুরি। চা বিরতির পর প্রথম বলে পেইনকে (৫৮) ফিরিয়ে জুটি ভাঙেন ক্রেইগ ওভারটন।

এরপর দ্রুত ফিরেছেন প্যাট কামিন্স। অষ্টম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গে ৫১ রানের জুটি গড়ার পথে স্মিথ পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। যদিও তিনি আউট হতে পারতেন ১১৮ রানেই। জ্যাক লিচের বলে ক্যাচ দিয়েছিলেন স্লিপে বেন স্টোকসের হাতে। তবে সেটিতে ওভারস্টেপিং করেছিলেন লিচ, নো বলের কল্যাণে সে যাত্রায় বেঁচে যান স্টিভেন স্মিথ


শেয়ার করুন :


আরও পড়ুন

স্মিথের কাছে শীর্ষস্থান হারালেন কোহলি

স্মিথের কাছে শীর্ষস্থান হারালেন কোহলি

ল্যাঙ্গারের তুরুপের তাস স্মিথ

ল্যাঙ্গারের তুরুপের তাস স্মিথ

ছোট হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রশিদ খান

ছোট হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রশিদ খান

সাকিবকে হটিয়ে তাইজুলের দ্রুততম ‘সেঞ্চুরি’

সাকিবকে হটিয়ে তাইজুলের দ্রুততম ‘সেঞ্চুরি’