তামিমের রেকর্ড ভাঙলেন মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৭ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮
তামিমের রেকর্ড ভাঙলেন মমিনুল

টেস্টে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুত ২ হাজার রানের রেকর্ড গড়লেন বাঁ-হাতি ব্যাটসম্যান মমিনুল হক। এর আগে এ রেকর্ড ছিল ওপেনার তামিম ইকবালের।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার প্রথম টেস্টের প্রথম দিনই ব্যাট হাতে নান্দনিক ইনিংস খেলেছেন মোমিনুল। ১৬টি চার ও ১টি ছক্কায় ২০৩ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেন তিনি। দিন শেষে ৪ উইকেটে ৩৭৪ রান তুলে ভালো অবস্থায় বাংলাদেশ।

নিজের ১৭৫ রানের ইনিংসটি খেলার পথে টেস্ট ক্যারিয়ারে ২ হাজার রান পূর্ণ করেছেন মমিনুল। ক্যারিয়ারের ২৬তম ম্যাচের ৪৭তম ইনিংসে ২ হাজার রান পূর্ণ হলো তার। যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুত। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

২৮ ম্যাচের ৫৩তম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করেছিলেন তামিম। তাই তামিমকে পেছনে ফেলে টেস্টে দ্রুত ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মমিনুল।

বিশ্বের মধ্যে মমিনুলের মত ৪৭তম ইনিংসে ২ হাজার রানের মাইলফল স্পর্শ করেন অস্ট্রেলিয়ার ক্লেম হিল-বিল পনসফোর্ড, ডিন জোন্স, স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের গ্লেন টার্নার, পাকিস্তানের শোয়েব মোহাম্মদ, শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া, ইংল্যান্ডের এন্ড্রু স্ট্রস, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো ও ভারতের শিখর ধাওয়ান।

এ তালিকায় সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান। ১৫ ম্যাচের ২২ ইনিংসে দ্রুত ২ হাজার রান পূর্ণ করেছেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

মমিনুলে মুগ্ধ তামিম

মমিনুলে মুগ্ধ তামিম

প্রথম দিনে ভালো অবস্থানে বাংলাদেশ

প্রথম দিনে ভালো অবস্থানে বাংলাদেশ

জহুর আহমেদে প্রথম হাজারি মুশফিক

জহুর আহমেদে প্রথম হাজারি মুশফিক

আঙুলে ব্যথা নিয়েই চট্টগ্রামে সাকিব

আঙুলে ব্যথা নিয়েই চট্টগ্রামে সাকিব