‘পঞ্চম দিনে কাজটা কঠিন হবে’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৮
‘পঞ্চম দিনে কাজটা কঠিন হবে’

ফাইল ফটো

২০০ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ।

১১৯ রান পিছিয়ে থেকে শেষ দিনের ম্যাচ নিয়ে চিন্তায় পড়েছেন টাইগাররা। কারণ ম্যাচ হারের শঙ্কা জেগেছে তাদের সামনে। তবে এ ম্যাচটা বাঁচাতে মরিয়া বাংলাদেশ, এমনটাই বললেন দলের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘ভাবার অনেক কিছু আছে। আবার কিছুই নেই। আমার মনে হয় আমাদের ম্যাচটা বাঁচাতে হবে। পঞ্চম দিনে কাজটা কঠিন হবে। তারপরও আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারবে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব।’

৮১ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের। পরিস্থিতি বলছে, ব্যাটকফুটে বাংলাদেশ। বিষয়টি বুঝতে পারছেন তাইজুল নিজেও। তিন ব্যাটসম্যানের ফিরে যাওয়াটা দলের জন্য ক্ষতির বলে জানান তাইজুল।

বলেন, ‘যখন ব্যাটসম্যান ব্যাটিং করে, তখন খারাপ বলে রান করতেই চায়। তারা খারাপ বল করেছে। রান হয়েছে। আবার তারা ভালো বোলিংও করেছে। আমার কাছে মনে হয়, আজ যদি একটা উইকেট থাকতো, তাহলে ঠিক ছিল। তিনটা উইকেট বেশি হয়ে গেছে।’

পতন হওয়া তিনটি উইকেটের মধ্যে মুশফিকুর রহিমের আউটকে গুরুত্বপূর্ণ ভাবছেন তাইজুল, ‘আসলে মনে হয়, এই উইকেটে মুশফিক ভাই থাকলে আমাদের জন্য ভালো হতো।’

প্রথম ইনিংসে বাংলাদেশের ৫১৩ রানের জবাবে নিজেদের ইনিংসে ৭১৩ রান করেছে শ্রীলঙ্কা। কিন্তু চতুর্থ দিনের শেষ বিকেলে এসে দ্রুত ৩ উইকেট হারিয়ে বেকয়দায় বাংলাদেশ। ব্যাটিং সহায়ক পিচের সুবিধা নিয়ে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে দু’দল।

বর্তমানে উইকেটের অবস্থা নিয়ে তাইজুল বলেন, ‘উইকেট যে ব্যাটসম্যানদের নেই, তা বলবো না। পঞ্চম দিনে বোলাররা বিভিন্ন জায়গা থেকে বোলিং করে। রাউন্ড দ্য উইকেটে, ওভার দ্য উইকেটে। এ কারণে বিভিন্ন জায়গা রাফ হয়ে যায়। একেকটা ব্যাটসম্যানকে একেক দিক থেকে আক্রমণ করে। এভাবে রাফ হওয়ার কারণে অনেক সময় খারাপ বলও কঠিন হয়ে যায়। আমার মনে হয়, আমাদের টিকে থাকা কঠিনই হবে। খুব একটা সহজ হবে না। আর যদি স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে তাহলে হয়তো সহজ হবে। কিন্তু রাফ জায়গাটা ব্যবহার করলে কঠিন হবে।’

বাংলাদেশের বোলিং ইনিংসে দু’টি রেকর্ড গড়েছেন তাইজুল। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওভার করা ও সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড গড়েছেন তিনি। এই দু’টি রেকর্ড গর্ব করার মত না। তারপরও এই রেকর্ড নিয়ে তাইজুল বলেন, ‘খুব যে একটা ভালো রেকর্ড, তা মনে হচ্ছে না। আমরা আরো ভালো বোলিং করলে হয়তো এই রেকর্ডের দিকে যেতে হতো না।’


শেয়ার করুন :


আরও পড়ুন

চতুর্থ দিন শেষে ১১৯ রানে পিছিয়ে বাংলাদেশ

চতুর্থ দিন শেষে ১১৯ রানে পিছিয়ে বাংলাদেশ

দ্বিতীয় সর্বোচ্চ বোলিং করলো বাংলাদেশ

দ্বিতীয় সর্বোচ্চ বোলিং করলো বাংলাদেশ

২০০ রানের লিড নিয়ে শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা

২০০ রানের লিড নিয়ে শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা

১২ বছর আগের কথা মনে করিয়ে দিলেন মুশফিক

১২ বছর আগের কথা মনে করিয়ে দিলেন মুশফিক