ওটাই ম্যাচ বাঁচানো ইনিংস ছিল : মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৮ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৮
ওটাই ম্যাচ বাঁচানো ইনিংস ছিল : মমিনুল

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান মমিনুল হক।

প্রথম ইনিংসে রানও বেশি তার। তারপরও দ্বিতীয় ইনিংসে করা ১০৫ রানকেই এগিয়ে রাখছেন মোমিনুল। কারণ হিসেবে মমিনুল বলেন, ‘আমি দ্বিতীয় ইনিংসটা এগিয়ে রাখব। কারণ ওটাই ম্যাচ বাঁচানো ইনিংস ছিল।’

দ্বিতীয়টিকে ম্যাচ বাচাঁনো ইনিংস বলছেন মমিনুল। কারণ, প্রথম ইনিংসে ২শ’ রানে পিছিয়ে পড়ে চতুর্থ দিন শেষে ৮১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ হারের পথ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। এ অবস্থায় লিটন দাসকে নিয়ে দলের হাল ধরেন মমিনুল। চতুর্থ উইকেটে রেকর্ড ১৮০ রানের জুটি গড়েন মমিনুল-লিটন। তাতেই ম্যাচ ড্র’র পথ তৈরি হয় বাংলাদেশের।

শেষ পর্যন্ত মনিুলের ১০৫ ও লিটনের ৯৪ রানের কল্যাণে চট্টগ্রাম টেস্ট ড্র করতে পারে বাংলাদেশ। তাই এমন ইনিংসের পেছনে কী রহস্য ছিল? তা মোমিনুল নিজেই ফাঁস করেন, ‘আমরা যেটা করেছি যে এই পরিস্থিতিতে এর আগেও আমরা পড়েছিলাম। এসব পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক দৃঢ়তা। আত্মবিশ্বাস রাখা। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিম বয় এমনকি আপনারা যা সাংবাদিক আছে তারাও। পুরো দেশের মানুষের বিশ্বাস ছিল সত্যি কথা। সবাই বিশ্বাস করেন তাহলে জিনিসটা আসবে।’

তিনি আরও বলেন, ‘রিয়াদ ভাইয়ের সঙ্গে আলাপ করেছি, রিয়াদ ভাইও একই কথা বলছে। এইটা নিয়ে কারো মধ্যে ডাউট যেন না থাকে যে আমরা এই ম্যাচটা সেইভ করতে পারব না। আমরা টিমের মধ্যে যেভাবে কথা বলছি, জিনিসটা এমন যে ডাউট যেন না থাকে। আমরা যেন বিশ্বাস করি। বিশ্বাসটা ছিল সবার ভেতরে।’

দু’ইনিংসেই সেঞ্চুরি করে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান রেকর্ড বইয়ে নাম তুলেন মমিনুল। আর চট্টগ্রামের মাটিতে এই নিয়ে পঞ্চম সেঞ্চুরি করলেন তিনি। এর পেছনের কারণটা জানতে চাইলে মমিনুল বলেন, ‘না আমার কাছে মনে হয় না যে বিশেষ কোন কারণ আছে। আর ওইভাবে চিন্তা করে নামি না যে এই মাঠে রান করি। গত দুই, তিন টেস্টে এই মাঠে কিন্তু আমার রান হয়নি। যাই হোক এখানে আসলে আল্লাহর রহমতে হয়তো রান হয়ে যায়।’

চাপের মধ্যে ভালো করার জন্য লিটনকে নিয়ে পরিকল্পমাফিক এগিয়েছেন মমিনুল। এমনটাই বললেন তিনি, ‘চাপের মধ্যে খেলার জন্য পরিকল্পনা ছিল। আপনি যদি চিন্তা করেন পুরো দিনটা খেলবেন তাহলে কিন্তু কঠিন। আমি আর লিটন যেটা করছিলাম প্রথম সেশন থেকে। সেশন বাই সেশন, এক ঘণ্টা, এক ঘণ্টা করে খেলার পরিকল্পনা করেছি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

শঙ্কা কাটিয়ে টাইগারদের দাপট : ড্র মানলো শ্রীলঙ্কা

শঙ্কা কাটিয়ে টাইগারদের দাপট : ড্র মানলো শ্রীলঙ্কা

দুই ইনিংসে ২ সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি মুমিনুল

দুই ইনিংসে ২ সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি মুমিনুল

ফিরলেন সাব্বির, বাদ সানজামুল-রুবেল

ফিরলেন সাব্বির, বাদ সানজামুল-রুবেল

দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারালো ভারত

দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারালো ভারত