জিম্বাবুয়ের বিপক্ষে হার-জিতে যা হবে বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০
জিম্বাবুয়ের বিপক্ষে হার-জিতে যা হবে বাংলাদেশের

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সিরিজের একমাত্র টেস্ট। শনিবার (২২ ফেব্রুয়ারি) সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে সফরকারী জিম্বাবুয়ে ও স্বাগতিক বাংলাদেশ।

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ৬০ রেটিং নিয়ে নবমস্থানে রয়েছে বাংলাদেশ। আর ১৭ রেটিং নিয়ে ১১তম স্থানে রয়েছে জিম্বাবুয়ে। তবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে এ টেস্ট জিতলে ১ রেটিং পাবে টাইগাররা। বিপরীতে অর্থাৎ হারলে ৩ রেটিং নষ্ট হবে বাংলাদেশের।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টটি জিতলে বাংলাদেশের রেটিং হবে ৬১। তবে র‌্যাংকিংয়ের কোন পরিবর্তন হবে না, নবম স্থানেই থাকবে। কারণ, ৮১ রেটিং নিয়ে অষ্টমস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ টেস্টটি জিতলে ক্যারিবীয়দের ছাড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই টাইগারদের।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে এ টেস্টে হারলেও ক্ষতি হবে না জিম্বাবুয়ের। ১৭ রেটিংই থাকবে তাদের। র‌্যাংকিংয়েও ১১তম স্থানেই থাকবে তারা। তবে টেস্ট জিতলে ৭ রেটিং পাবে জিম্বাবুয়ে। তখন তাদের রেটিং হবে ২৪। তবে র‌্যাংকিংয়ে কোন পরিবর্তন হবে না। কারণ, ৪৯ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছে আফগানিস্তান।

আর জিম্বাবুয়ের বিপক্ষে এ টেস্ট ম্যাচে হারলে ৩ রেটিং হারাবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং কমে দাঁড়াবে ৫৭। তবে নবম স্থানেই থাকবে বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আম্পায়ার থাকছেন যারা

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আম্পায়ার থাকছেন যারা

নতুন ইভেন্ট আয়োজনের পরিকল্পনায় আইসিসি

নতুন ইভেন্ট আয়োজনের পরিকল্পনায় আইসিসি

স্বপ্ন পূরণের পর সাইফের দৃষ্টি এখন সাফল্যে

স্বপ্ন পূরণের পর সাইফের দৃষ্টি এখন সাফল্যে

টাইগারদের মোকাবেলায় জিম্বাবুয়ের পুঁজি অভিজ্ঞতা

টাইগারদের মোকাবেলায় জিম্বাবুয়ের পুঁজি অভিজ্ঞতা