জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টাইগারদের টস হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২০
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টাইগারদের টস হার

ফাইল ফটো

বাংলাদেশের ব্পিক্ষে একমাত্র টেস্টে টস জিতেছে জিম্বাবুয়ে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। ফলে ঘরের মাঠে সফররত জিস্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথমে বোলিং করছে বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে এ টেস্ট ম্যাচ হতে পারে টাইগারদের জন্য আত্মবিশ্বাস ফেরানোর টনিক। কারণ, নিজেদের সর্বশেষ ৬ টেস্টে হেরেছে বাংলাদেশ, তার মধ্যে আবার ৫টিতেই হেরেছে ইনিংস ব্যবধানে।

টানা হারের বৃত্ত থেকে বের হওয়ার লক্ষ্য নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। টাইগারদের টনিক ফেরাতে এ টেস্ট জয় যে অনেক বেশি দরকার তা গতকালই জানিয়ে দিয়েছেন অধিনায়ক মমিনুল হক।

সিরিজের একমাত্র টেস্টের আগে শুক্রবার অধিনায়ক মমিনুল বলেছেন, ‘আমি মনে করি, যদি আমরা ম্যাচটি জিততে পারি, তবে পুরো চিত্রই পাল্টে যাবে। টানা ছয় হার নিয়ে আমি মোটেও ভাবছি না। আমাদের যে খারাপ সময় যাচ্ছে, তা নিয়েই আমি বলছি। এ মূর্হুতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, খারাপ সময়টি শেষ করা।’

এদিকে বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত ১৬ টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে সাতবার জয় পেয়েছে জিম্বাবুয়ে। আর বাংলাদেশ জিতেছে ছয়বার। বাকি তিন ম্যাচ ড্র’তে শেষ হয়েছে।

এদিকে বাংলাদেশের একাদশে সুযোগ হয়নি তিন পেসার- তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের। এছাড়া স্পিনার মেহেদি হাসান মিরাজ ও ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরীই একাদশে সুযোগ পাননি।

অন্যদিকে জিম্বাবুয়ে একাদশে নেই ক্রিস্টোফার এমপফু, ব্রিয়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা ও তিনোতেন্দা মুতোম্বোজি।

বাংলাদেশ একাদশ
মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, এবাদত হোসেন, নাইম হাসান ও আবু জায়েদ চৌধুরী রাহি।

জিম্বাবুয়ে একাদশ
ক্রেইগ আরভিন (অধিনায়ক), প্রিন্স মাসভাউরি, কেভিন কাসুজা, ব্রেন্ডন টেলর, তিমিসেন মারুমা, সিকান্দার রাজা, রেগিস চাকাবা (উইকেটরক্ষক), ডোনাল্ড ত্রিপানো, ভিক্টর নায়ুচি, আইনসলে এনডলোভু ও চার্লটন টিসুমা।


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে হার-জিতে যা হবে বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে হার-জিতে যা হবে বাংলাদেশের

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আম্পায়ার থাকছেন যারা

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আম্পায়ার থাকছেন যারা

জিম্বাবুয়েকে দিয়ে হারের বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ

জিম্বাবুয়েকে দিয়ে হারের বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ

বাংলাদেশের ভেতরেই চাপ দেখছেন আরভিন

বাংলাদেশের ভেতরেই চাপ দেখছেন আরভিন