টি-টোয়েন্টির সমর্থনে শচীন-সৌরভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৮ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮
টি-টোয়েন্টির সমর্থনে শচীন-সৌরভ

টি-টোয়েন্টি নিয়ে চলছে নানা কথা। কেউ বলছেন ক্রিকেটের এ ছোট পরিসর আগামীতে ধ্বংস করবে ক্রিকেট খেলা! তবে এ বিপরীতেও অনেকে অনেক কথা বলছেন। এবার টি-টোয়েন্টির পক্ষে কথা বললেন ভারতের দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও সৌরভ গঙ্গুলী।

ভারতের মুম্বাইয়ের আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন শচীন টেন্ডুলকার।ক্রিকেটের এ মাস্টার-ব্লাস্টার বলেন, ‘মুম্বাই ক্রিকেটে এ রকম একটা টুর্নামেন্ট দরকার ছিল। আমি খুব খুশি এ টুর্নামেন্টের সঙ্গে থাকতে পেরে। তরুণ ক্রিকেটাররা মুাম্বই ক্রিকেটের নামী ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার। তরুণ ক্রিকেটাররা এতে অনেক কিছু শিখতে পারবে।’

শচীন আরও মনে করেন,‌ ‌‘ক্রিকেটারদের মধ্যে যারা এ ট্রফিতে খেলার সুযোগ পান না। তারা টি-টোয়েন্টি লিগে খেলে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে পারবেন। যে কোনও ক্রিকেটারের কাছেই যেটা দুর্দান্ত একটা অনুভূতি। পাশাপাশি তরুণ ক্রিকেটারদের জন্য সুযোগের আরও দরজা খুলে দেবে এ লিগ।’

একইভাবে সৌরভ গাঙ্গলীও টি-টোয়েন্টি ক্রিকেটের সমর্থনে বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। টি-টোয়েন্টি ছাড়া ক্রিকেট টিকে থাকতে পারবে না।’

দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের পারফরম্যান্সেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন সৌরভ বলেন, ‘আশা করি শনিবার টি-টোয়েন্টি ম্যাচেও জিতবে ভারত।’

এদিকে শুধু টি-টোয়েন্টির পক্ষে ব্যাটিং করাই নয়, বিতর্কের বাউন্সারেও বাউন্ডারি হাঁকান প্রাক্তন ভারতীয় এ অধিনায়ক। সৌরভ বলেন, ‘ভারতের দল নির্বাচন নীতি আগেও যে রকম স্বচ্ছ্ব ছিল, এখনও সে রকমই স্বচ্ছ্ব রয়েছে।’

বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক ধনিকে নিয়ে সৌরভ বলেন, ‘ওয়ানডে আর টি-টেয়েন্টিতে ধোনির পারফরম্যান্স দুরন্ত। ওকে ছাপিয়ে যাওয়া সহজ নয়। ধোনির অবদানকে সম্মান জানাতেই হবে। অন্যরাও সুযোগ পাবে নিজেদের তুলে ধরার।’


শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফির পেস তান্ডবে আবাহানীর জয়

মাশরাফির পেস তান্ডবে আবাহানীর জয়

প্রস্তুত ওয়ালশ, চান ধারাবাহিকতা

প্রস্তুত ওয়ালশ, চান ধারাবাহিকতা

পিএসএল অভিষেকেও মোস্তাফিজের চমক

পিএসএল অভিষেকেও মোস্তাফিজের চমক

‌‘বউ পেটানো’র খবরে ক্ষুব্ধ তাসকিন

‌‘বউ পেটানো’র খবরে ক্ষুব্ধ তাসকিন