রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ঘোষণা, বিশ্রামে কোহলি-ধোনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮
রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ঘোষণা, বিশ্রামে কোহলি-ধোনি

নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনিকে বিশ্রাম দিয়ে শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ত্রিদেশীয় টি-টোয়েন্টি ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড।

স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত আসন্ন সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন ওপেনার রোহিত শর্মা। ফলে পূর্বের আশঙ্কাই সত্য হলো। শ্রীলঙ্কা সফরে কোহলি-ধোনিকে বিশ্রামে রাখা হলো।

ঘোষিত দল সম্পর্কে প্রধান নির্বাচক এমএস প্রাসাদ বলেন, ‘ব্যস্ত সূচির কথা চিন্তা করেই নিদাহাস ট্রফির জন্য দল নির্বাচন করেছি আমরা। হাই-পারফরমেন্স টিমের প্রস্তাব অনুযায়ী আমাদের দলের পেসারদের পারফমেন্সের উন্নতিতে, কর্মক্ষমতা বাড়াতে এবং ইনজুরি প্রতিরোধে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন রয়েছে।’

শ্রীলঙ্কা-ভারত ম্যাচ দিয়ে আগামী ৬ মার্চ থেকে শুরু হবে নিদাহাস ত্রিদেশীয় সিরিজ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে ৫-১ ও টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিষ পান্ডে, দিপক হুডা, ওয়াশিংটন সুন্দর, যুদবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, বিজয় শঙ্কার, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকত, মোহাম্মদ সিরাজ, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক) ও ঋসভ পান্ট (উইকেটরক্ষক)।


শেয়ার করুন :


আরও পড়ুন

টেইলরের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের শুভ সূচনা

টেইলরের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের শুভ সূচনা

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও ভারতের

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও ভারতের

শ্রীলঙ্কা সিরিজে ধোনি-কোহলিকে পাচ্ছে না বাংলাদেশ

শ্রীলঙ্কা সিরিজে ধোনি-কোহলিকে পাচ্ছে না বাংলাদেশ

দশ বছর পরে জিম্বাবুয়ে দলে জুওয়াও

দশ বছর পরে জিম্বাবুয়ে দলে জুওয়াও