সিপিএলের সূচি প্রকাশ, উদ্বোধনী দিনে দুই ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৮ জুলাই ২০২০
সিপিএলের সূচি প্রকাশ, উদ্বোধনী দিনে দুই ম্যাচ

চলতি বছরের ১৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০২০ মৌসুম। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। সোমবার (২৭ জুলাই) টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে সিপিএল কমিটি। যেখানে উদ্বোধনী দিনে হবে দুই ম্যাচ।

করোনার কারণে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ত্রিনিদান অ্যান্ড টোবাগোতে। ত্রিনিদানের ভিন্ন দুটি স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। যেখানে সেমিফাইনাল ও ফাইনালসহ টারৈাবার ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে হবে ২৩ ম্যাচ আর পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে হবে ১০ ম্যাচ।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হবে দিনে দুই ম্যাচ। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও ত্রিনবাগো নাইট রাইডার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বার্বাডোস ট্রাইডেন্টস ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে আসন্ন মৌসুমের প্লেয়ার ড্রাফট।যেখানে ড্রাফট থেকে নিজেদের পছন্দ মতো খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফট থেকে দল পেয়েছেন রশিদ খান, মার্কাস স্টয়নিস, রস টেইলর প্রবীণ থাম্বের মতো ক্রিকেটাররা। এছাড়া প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেটার হিসেবে সিপিএলে খেলতে যাচ্ছে ৪৮ বছর বয়সী প্রবীন থাম্বে।

 

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ সুপার লিগের প্রথম আসর

মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ সুপার লিগের প্রথম আসর

ক্রিকেট মাঠে দর্শক ফেরালো ইংল্যান্ড

ক্রিকেট মাঠে দর্শক ফেরালো ইংল্যান্ড

মুশফিক-মিঠুনদের অনুশীলন ক্যাম্পের মেয়াদ বাড়লো

মুশফিক-মিঠুনদের অনুশীলন ক্যাম্পের মেয়াদ বাড়লো

দুই বছরের জন্য নিষিদ্ধ তরুণ টাইগার পেসার কাজী অনিক

দুই বছরের জন্য নিষিদ্ধ তরুণ টাইগার পেসার কাজী অনিক