ইংল্যান্ডের কোচিং স্টাফে পাকিস্তানি পেসার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৬ এএম, ২০ আগস্ট ২০২০
ইংল্যান্ডের কোচিং স্টাফে পাকিস্তানি পেসার

ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার চলমান টেস্ট সিরিজ শেষে এ মাসের শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরি খেলবে ইংলিশরা। যেখানে টি-টোয়েন্টি সিরিজের জন্য বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক পেসার আজহার মাহমুদকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংল্যান্ডের কাউন্টিতে খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে আজহারের। সারে ও কেন্টের হয়ে দীর্ঘদিন খেলেছেন আজহার। এমনকি তার ব্রিটিশ পাসপোর্টও আছে। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের বোলারদের সহায়তার জন্য আজহারকে নিয়োগ দিয়েছে ইসিবি।

গত বছর বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের কোচিং স্টাফের সদস্য ছিলেন আজহার। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে মিকি আর্থারসহ অন্যান্য স্টাফদের সাথে চুক্তি নবায়ন করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে পাকিস্তানের দায়িত্ব থেকে অব্যাহতি পান আজহার।

তবে এবার দেশের বিপক্ষে ইংল্যান্ডের কোচিং স্টাফদের সাথে কাজ করবেন আজহার। ইংলিশদের নিয়মিত বোলিং কোচ জন লুইসের সহকারী হিসেবে কাজ করবেন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রধান কোচ ক্রিস সিলভারউডকে বিশ্রাম দিয়েছে ইসিবি। তার জায়গায় প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ গ্রাহাম থর্প। আরেক সাবেক ইংলিশ ব্যাটসম্যান পল কলিংউড, থর্পের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

পাকিস্তানের হয়ে ২১টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন আজহার। ব্যাট হাতে টেস্টে ৯শ রান ও ৩৯ উইকেট, ওয়ানডেতে ১৫২১ রান ও ১২৩ উইকেট শিকার করেছেন ৪৫ বছর বয়সী আজহার। আগামী ২৮ অগাস্ট থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর। তিন ম্যাচই হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিম-মুশফিকদের প্রথম ধাপের করোনা পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

তামিম-মুশফিকদের প্রথম ধাপের করোনা পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

২১ সেপ্টেম্বর শুরু হতে পারে টাইগারদের অনুশীলন ক্যাম্প

২১ সেপ্টেম্বর শুরু হতে পারে টাইগারদের অনুশীলন ক্যাম্প

ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের সম্ভাবনা নেই : ইমরান খান

ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের সম্ভাবনা নেই : ইমরান খান

চূড়ান্ত হলো আইপিএলের স্পন্সর

চূড়ান্ত হলো আইপিএলের স্পন্সর