ভারতের ‘দ্বিতীয় সারির’ দলকে হারিয়ে পুরস্কৃত লঙ্কান ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪০ এএম, ০১ আগস্ট ২০২১
ভারতের ‘দ্বিতীয় সারির’ দলকে হারিয়ে পুরস্কৃত লঙ্কান ক্রিকেটাররা

ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের ২-১ ব্যবধানে ট্রফি জয় করেছে তারা। ভারতের এই দ্বিতীয় সারির দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে এবার ক্রিকেটারদের পুরস্কৃত করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

শিখর দাওয়ানের নেতৃত্বাধীন ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ভারত। বিরাট কোহলির নেতৃত্বে মূল দল ইংল্যান্ড সফরে থাকা অবস্থায় ভারতের দ্বিতীয় সারির দল পাঠানো নিয়ে সে সময় বেশ আলোচনার জন্ম দেয়। যদিও ওয়ানডে সিরিজ হেরে চুপ হয়ে গিয়েছিল খোদ শ্রীলঙ্কাও।

ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ হেরে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পায় দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টি সিরিজে ঘটে উল্টো। প্রথম ম্যাচ শ্রীলঙ্কা জিতলেও দ্বিতীয় ম্যাচে ভারত জয়লাভ করায় শেষ ম্যাচ হয়ে যায় অঘোষিত ফাইনাল।

শেষ ম্যাচে ধনঞ্জয়া ডি সিলভার ম্যাচ সেরা পরফরম্যান্সে ভারতকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জয় করে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। আর এতেই দলের ক্রিকেটারদের পুরস্কৃত করছে দেশটির ক্রিকেট বোর্ড।

শনিবার (৩১ জুলাই) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজে ভারতকে হারানোর ফলে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে এক লক্ষ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ লাখ) পুরস্কার দেওয়া হবে।

একই সাথে খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের প্রশংসা করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের এক্সিকিউটিভ কমিটি। তারা আশা প্রকাশ করেন, এ জয় শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যতকে আরও উজ্জ্বল করবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার জাতীয় সংগীত গাওয়া হার্দিক পান্ডিয়ার ভিডিও ভাইরাল

শ্রীলঙ্কার জাতীয় সংগীত গাওয়া হার্দিক পান্ডিয়ার ভিডিও ভাইরাল

রাস্তায় গাজা সেবন, শ্রীলঙ্কার সেই তিন ক্রিকেটার নিষিদ্ধ

রাস্তায় গাজা সেবন, শ্রীলঙ্কার সেই তিন ক্রিকেটার নিষিদ্ধ

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

অভিষেক ম্যাচে হার্দিক পান্ডিয়ার উপহার পেল কারুনারত্নে

অভিষেক ম্যাচে হার্দিক পান্ডিয়ার উপহার পেল কারুনারত্নে