গ্যালারিতে দর্শক নিয়ে মাঠে গড়াবে কাশ্মীর লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫১ এএম, ০৫ আগস্ট ২০২১
গ্যালারিতে দর্শক নিয়ে মাঠে গড়াবে কাশ্মীর লিগ

সকল প্রকার হুমকি ও আশঙ্কা এড়িয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কাশ্মীর প্রিমিয়ার লিগ ক্রিকেট’ (কেপিএল)। যেখানে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ছয় বিদেশি তারকা ক্রিকেটারও মাঠ মাতাবেন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে শুক্রবার থেকে ১১ দিনব্যাপী (৬-১৭ আগস্ট) এ টুর্নামেন্টটি দর্শক উপস্থিতে অনুষ্ঠিত হবে।

কাশ্মীর লিগে যেন বিদেশি ক্রিকেটাররা খেলতে না যান -সে বিষয়ে হুমকি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুধু হুমকি দিয়েও ক্ষ্যান্ত হয়নি তারা, আইসিসির কাছে নালিসও করেছিল সৌরভ গাঙ্গুলির নিয়ন্ত্রাধীন বিসিসিআই। তবে তাদের সেই আবেদন নাকজ করে দিয়েছে আইসিসি।

ভারতের আবেদন আইসিসি নাকজ করে দেওয়ায় শুক্রবার (৬ আগস্ট) থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত মুজাফফরাবাদে এ টুর্নামেন্টের বল মাঠে গড়াতে আর কোন আনুষ্ঠানিক বাধা নেই। যার ফলে করোনার মাঝেও টুর্নামেন্টে দর্শক টানতে টিকিট ছেড়েছে কর্তৃপক্ষ।

কাশ্মীর প্রিমিয়ার লিগের পক্ষ থেকে জানানো হয়, কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল) ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেশনে দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রথম মৌসুমের টিকিট পাওয়া যাচ্ছে।

টুর্নামেন্টে স্থানীয়দের ছাড়াও মাঠ মাতাবেন ক্রিকেটের সাবেক সুপারস্টাররা। তারা হলেন- দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান হার্শেল গিবস, ইংল্যান্ডের তারকা ফিল মাস্টার্ড ও ওয়াইজ শাহ এবং শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তিলকারাত্নে দিলশান।

ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। সবগুলো দলের অধিনায়ক পাকিস্তানের ক্রিকেটাররা। যা মধ্যে একটি দলের অধিনায়কত্ব করবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বাকি পাঁচ দলের নেতৃত্ব দেবেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ফখর জামান, শাদাব খান এবং ইমাদ ওয়াসিম।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

কাশ্মীর লিগের বিরুদ্ধে এবার আইসিসিতে ভারত

কাশ্মীর লিগের বিরুদ্ধে এবার আইসিসিতে ভারত

ভারতের বিপক্ষে কাশ্মীর লিগে বিদেশি ক্রিকেটারদের হুমকির অভিযোগ

ভারতের বিপক্ষে কাশ্মীর লিগে বিদেশি ক্রিকেটারদের হুমকির অভিযোগ

কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালো ইংলিশ ক্রিকেটার

কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালো ইংলিশ ক্রিকেটার

খেলাধুলায় আরও পাকিস্তানি মেয়েদের দেখতে চান মালালা

খেলাধুলায় আরও পাকিস্তানি মেয়েদের দেখতে চান মালালা