খেলাধুলায় আরও পাকিস্তানি মেয়েদের দেখতে চান মালালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২৮ জুলাই ২০২১
খেলাধুলায় আরও পাকিস্তানি মেয়েদের দেখতে চান মালালা

নারী ক্ষমতায়ন, নারীর অধিকার নিয়ে কাজ করে শান্তিতে নোবেল পেয়েছিলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই। এবার সেই মালালা সোচ্চার হলেন খেলাধুলা নিয়ে। পাকিস্তানের মেয়েদের ক্রিকেট এর পাশাপাশি যেকোন খেলার প্রতি আগ্রহ বাড়াতে বলেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই স্পোর্টসের সাথে আলাপকালে তিনি এমন আশাব্যক্ত করেন।

শান্তিতে নোবেল বিজয়ী মালালা সকল মেয়েদের নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে আহ্বান করেন। মেয়ে বলে সংকুচিত না হয়ে নিজের প্রতিভাকে বিকশিত করতে বলেন তিনি। শুধু ক্রিকেট নয়, মেয়েদের যে খেলা খেলতে ইচ্ছে করে সেটিই খেলার আহ্বান জানান তিনি।

মালালা বলেন, 'যারা আমাকে অনুসরণ করে তাদের প্রতি আমার বার্তা হলো নিজের প্রতি বিশ্বাস রাখো। বর্তমান সময়েও যে সকল মেয়েরা মাঠে ক্রিকেট খেলছে তারা অন্যদের এই বার্তা দিচ্ছে যে, তোমরাও যে কোন খেলা খেলতে পারো। কেউই তাদের বলবে না যে, তোমাদের জেন্ডার তোমাদেরকে খেলতে না করেছে।'

মালালা মনে করেন, বর্তমান এবং অতীতে অনেক মেয়েই নিজেদের সামর্থ্য দেখিয়ে এমন কিছু করেছে যা কিনা ইতিহাস বদলে দিয়েছে। মালালা মেয়েদেরকে লজ্জা ভেঙ্গে কাজকে উপভোগ করতেও আহ্বান করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন 'আমরা ইতিমধ্যেই অনেক মেয়েকে দেখেছি যারা অনেকের কাছে আইডল। যারা কিনা ইতিহাস বদলে দিয়েছে। আমি বলব তোমরা চেষ্টা করো। যদি উপভোগ করো তাহলে এগিয়ে যাও, আমরা সবসময় তোমাদের সমর্থন দিবো।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

নেপালিদের বিনোদন দিতে চান আফ্রিদি

নেপালিদের বিনোদন দিতে চান আফ্রিদি

ভারতীয় দলে করোনার হানা, স্থগিত ২য় টি-টোয়েন্টি

ভারতীয় দলে করোনার হানা, স্থগিত ২য় টি-টোয়েন্টি

২০২৮ অলিম্পিকে সোনা জিততে চাই  : রোমান সানা

২০২৮ অলিম্পিকে সোনা জিততে চাই : রোমান সানা

অলিম্পিক সার্ফিংয়ের প্রথম স্বর্ণ পদক ব্রাজিলের দখলে

অলিম্পিক সার্ফিংয়ের প্রথম স্বর্ণ পদক ব্রাজিলের দখলে