আফিফ-সোহানের পরিপক্বতায় দুশ্চিন্তা কমেছে মাহমুদউল্লাহর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ এএম, ০৫ আগস্ট ২০২১
আফিফ-সোহানের পরিপক্বতায় দুশ্চিন্তা কমেছে মাহমুদউল্লাহর

সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে স্বল্প রানে আটকাতে পারলেও নিজেদের দ্রুত উইকেট পতনে হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে ব্যাট হাতে ষষ্ঠ উইকেট জুটিতে দলকে জয়ের স্বাদ দিয়েছেন আফিফ হোসেন ধ্রুব এবং নুরুল হাসান হোসান। সিনিয়রদের ব্যর্থতার মিছিলে জুনিয়রদের এমন দায়িত্বশীল ব্যাটিংয়ে স্বস্তি প্রকাশ করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বলেন, আফিফ-সোহানের ব্যাটিং দুশ্চিন্তা কমিয়েছে।

বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রানের সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ১০৮ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ম্যাচেও স্বল্প রানে আটকে রাখেন মোস্তাফিজ-শরিফুলরা।

১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিব (২৬) ও মেহেদীর (২৩) ব্যাটে রান আসলেও টপঅর্ডার পাঁচজনের মধ্যে বাকি তিনজনের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। তাদের মধ্যে ওপেনার সৌম্য সরকার এবং অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সাজঘরে ফিরেন খালি হাতে। ফলে দলীয় ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

১২তম ওভারে (১১.২) পঞ্চম উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ৫৬ রানের জুটি গড়েন আফিফ ও সোহান। তাদের দু’জনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে (১২৩) পৌঁছে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে আফিফ-সোহানের প্রসংশা করে মাহমুদউল্লাহ বলেন, ‘আফিফ ও সোহানকে এভাবে ব্যাট করতে দেখা অনেক স্বস্তির। দু’জনে আমাদের জয় পর্যন্ত নিয়ে গেছে। পরিপক্বতা দেখিয়েছে। দ্রুত কিছু উইকেট হারানোর পর ড্রেসিংরুমে দুশ্চিন্তা কাজ করছিল। কিন্তু আফিফ-সোহান যেভাবে ব্যাট করেছিল তাতে দুশ্চিন্তা কমে গেছে।’

অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে রেখে দলের জয়ে বোলারদের অবদানও কম নয়। বোলারদের প্রসংশা করে দলনেতা বলেন, ‘বোলাররা অনেক ভালো করেছে। যার কারণে অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকাতে পেরেছি। এমন কন্ডিশনে মোস্তাফিজ অনেক কার্যকরী বোলার। শরিফুলও ভালো করেছে। অন্য বোলাররাও অনেক হিসেবি (রান কম দেওয়া) ছিল।’

বল হাতে ২২ রান দিয়ে ১ উইকেট শিকারের পর ব্যাট হাতে ১৭ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। ওয়ানডে ফরম্যাটের বিশ্বসেরা এই অলরাউন্ডারের বিষয়ে রিয়াদ বলেন, ‘সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে দেখিয়েছে দলে তাকে কতটা প্রয়োজন।’

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় তুলে এগিয়ে যাওয়া বাংলাদেশের সামনে এখন লক্ষ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়। তবে সিরিজ বা হোয়াইটওয়াশ নিয়ে ভাবছেন না মাহমুউল্লাহ রিয়াদ। টাইগার অধিনায়কের ভাবনায় ম্যাচ বাই ম্যাচ। তিনি বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

টানা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

টানা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

টানা জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাণঢালা অভিনন্দন

টানা জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাণঢালা অভিনন্দন

চাপ না নিয়ে সফল নাসুম আহমেদ

চাপ না নিয়ে সফল নাসুম আহমেদ

অজি বধের দিনে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

অজি বধের দিনে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড