বিশ্বকাপে নামিবিয়ার হয়ে খেলবেন প্রোটিয়া অলরাউন্ডার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৫ এএম, ১৮ আগস্ট ২০২১
বিশ্বকাপে নামিবিয়ার হয়ে খেলবেন প্রোটিয়া অলরাউন্ডার

চলতি বছরের অক্টোবরে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবেন অলরাউন্ডার ডেভিড উইসে। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেললেও দ্বিতীয় বিশ্বকাপে প্রোটিয়াদের হয়ে খেলবেন না। খেলবেন ভিন্ন একটি দলের হয়ে।

২০১৩ সালে জ্যাক ক্যালিসের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার সম্ভাবনাময় অলরাউন্ডার হিসেবে ডেভিড উইসেকে বিবেচনা করা হতো। তবে তার উপর থাকা প্রত্যাশার চাপ নিতে না পারায় মাত্র তিন বছর পরই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানান। কলপ্যাক চুক্তিতে কাউন্টি ক্রিকেটে যোগ দেন।

এরপর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে চেয়েছেন ডেভিড উইসে। তবে এবার আর দক্ষিণ আফ্রিকা নয়, ফিরবেন নামিবিয়ার হয়ে। বাবার দেশ নামিবিয়ার হয়ে নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন তিনি।

ক্রিকেট নামিবিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান মুলার উইসের নামিবিয়ার হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছে। চলতি বছরের ১০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে। এখন পর্যন্ত নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়নি।

নামিবিয়ার হয়ে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেলে সরাসরি বিশ্বাকপে নামিবিয়ার হয়ে অভিষেক হবে তার। এখনও নামিবিয়ার জার্সিতে মাঠে নামেননি ডেভিড উইসে।

২০১৬ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন উইসে। বিশ্বকাপের মঞ্চে ব্যর্থতা কারনে দল থেকে বাদও পড়েছিলেন। এরপর ২০১৭ সালে কাউন্টি ক্লাব সাসেক্সের সাথে কলপ্যাক চুক্তি করেন। এরপর থেকে কাউন্টি ক্রিকেটেই খেলে চলেছেন তিনি। বর্তমানে লন্ডন স্পিরিটের হয়ে দ্য হানড্রেড খেলছেন।

কাউন্টি ক্রিকেট ছাড়া বিশ্বের প্রায় সব ফ্রাঞ্চাইজি লিগেই খেলেছেন ডেভিড উইসে। আইপিএল, বিপিএল, সিপিএল, পিএসএল সহ সব টুর্নামেন্টেই খেলার অভিজ্ঞতা আছে তার। দক্ষিণ আফ্রিকার হয়ে ৬ ওয়ানডে এবং ২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উইসে।

নামিবিয়া দলের কোচ হিসেবে সাবেক প্রোটিয়া ক্রিকেটার পিয়েরে ডি ব্রুইন। এছাড়াও ম্যানেজমেন্টের দায়িত্ব আছেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার আলবি মরকেল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১ : এক নজরে পূর্ণাঙ্গ সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১ : এক নজরে পূর্ণাঙ্গ সূচি

লর্ডসে জয় পাওয়া বিশেষ কিছু : রবি শাস্ত্রী

লর্ডসে জয় পাওয়া বিশেষ কিছু : রবি শাস্ত্রী

কিউই কোচিং প্যানেলে যুক্ত হলেন শেন বন্ড

কিউই কোচিং প্যানেলে যুক্ত হলেন শেন বন্ড

শীঘ্রই বিশ্বকাপের প্রস্তুতিতে নামছে আফগানিস্তান

শীঘ্রই বিশ্বকাপের প্রস্তুতিতে নামছে আফগানিস্তান