দুই মেডেন রেকর্ড বুকে নাসুম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০২ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২১
দুই মেডেন রেকর্ড বুকে নাসুম

রীতিমত স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন স্পিনার নাসুম আহমেদ। অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজের দারুণ পারফর্মেন্স নিউজিল্যান্ড সিরিজেও ধরে রেখেছেন তিনি। তাসমান পাড়ের দেশ অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও নিজের জাত চেনালেন নাসুম।

মিরপুরের নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডে কিউইদেরকে মাত্র ৯৩ রানে অলআউট করে বাংলাদেশ। এ ম্যাচে ৪ ওভার বোলিং করে ১০ রানে ৪ উইকেট শিকার করেন নাসুম।

চার ওভারের মধ্যে মাত্র দুই ওভারে মেডেন দিয়েছেন তিনি। এছাড়াও মেডেন দেওয়া দুই ওভারে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দুইটি উইকেটও তুলে নিয়েছিলেন তিনি।

ইনিংসের প্রথম ওভারের আক্রমণে আসেন নাসুম আহমেদ। সে ওভারে কোনো রান নিতে পারেননি দুই কিউই ওপেনার রাচিন রবিন্দ্র এবং ফিন অ্যালেন উল্টো ওভারের পঞ্চম বলে সাইফউদ্দিনের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রাচিন রবীন্দ্র।

১২ তম ওভারেও কোনো রান দেননি নাসুম আহমেদ। এ ওভারের তৃতীয় বলে কলিন ডি গ্রান্ডহোমকে প্যাভিলিয়নে ফেরান তিনি। এতেই নির্দিষ্ট একটি টি-টোয়েন্টি ম্যাচে দুই ওভার মেডেন দেওয়ার রেকর্ড গড়েন তিনি।

বিশ্বের ৩৩তম বোলার হিসেবে দুই ওভার মেডেন দেওয়ার কীর্তি গড়েন নাসুম। এর আগে আরেক বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু প্রথম বাংলাদেশি হিসেবে এ কীর্তি গড়েন।

২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে এ রেকর্ড গড়েন অপু। সে ম্যাচে অপুর বোলিং ফিগার ছিল ৪-২-১৪-০। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে নাসুমের বোলিং ফিগার ৪-২-১০-৪।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সেরা দশে ফিরলেন সাকিব

সেরা দশে ফিরলেন সাকিব

বিশ্বকাপ না খেলা তামিম খেলতে চান নেপালে

বিশ্বকাপ না খেলা তামিম খেলতে চান নেপালে

একটু অন্যপথেই হাঁটছে বাংলাদেশ : আশরাফুল

একটু অন্যপথেই হাঁটছে বাংলাদেশ : আশরাফুল

রান পেতে ব্যাটসম্যানদের বিশেষ পরামর্শ প্রিন্সের

রান পেতে ব্যাটসম্যানদের বিশেষ পরামর্শ প্রিন্সের