রান পেতে ব্যাটসম্যানদের বিশেষ পরামর্শ প্রিন্সের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৫ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২১
রান পেতে ব্যাটসম্যানদের বিশেষ পরামর্শ প্রিন্সের

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও নিজেদের জয় নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। ছোট লক্ষ্য হলেও ব্যাটিং লাইন আপের ব্যর্থতার পরও দলের ব্যাটিং সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ রাখেননি অ্যাশওয়েল প্রিন্স। রান পেতে দলকে দিয়েছেন বিশেষ টোটকা।

জিম্বাবুয়ে সিরিজে ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফর্মেন্সের কারণে সহজেই সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজে ব্যাটসম্যানদের হতাশার চিত্র ফুটে উঠেছে। তবে এরপরেও দলের ব্যাটিং সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন তুলতে নারাজ ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।

তিনি বলেন, ‘জিম্বাবুয়েতে আমরা ভালোই লক্ষ্য তাড়া করেছি। অস্ট্রেলিয়া সিরিজে আফিফ ও সোহান রান তাড়ায় পারদর্শিতা দেখিয়েছে। গুরুত্বপূর্ণ হল দলের ব্যাটসম্যানদের কম্বিনেশন। আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা স্ট্রাইক রোটেট করতে পারে আবার এমন খেলোয়াড়ও আছে যারা বাউন্ডারিও হাঁকাতে পারে, শেষদিকে ওভার প্রতি ৯-১০ রান প্রয়োজন হলে ঐ অনুযায়ী ব্যাট করতে পারে।’

দলের ব্যাটসম্যানদের উইকেটের ধরন বুঝে মানিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন কোচ প্রিন্স। জানান, উইকেট ধরন বুঝে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

এ বিষয়ে প্রিন্স বলেন, ‘আমি মনে করি আমাদের কম্বিনেশন ভালোই আছে, আমাদের সব ধরনের খেলোয়াড় আছে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল- প্রতিটি পিচ ভিন্ন এবং পিচের ধরন বুঝে মানিয়ে নিতে হবে।’

মিরপুরের উইকেটে দ্রুত রান হবে না বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও এ ধরনের উইকেটে সহজেও বাউন্ডারি না হওয়ায় শিষ্যদের স্ট্রাইক রোটেড করার দিকে মনোযোগী হতে বলেছেন তিনি। বলেন, ‘উইকেট দ্রুত রান তোলার মত নয়। খুব বেশি বাউন্ডারি এমন উইকেটে হয় না। তাই স্ট্রাইক রোটেট করে রান রেট ৬ রাখা উচিৎ। নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় রান রেট খুব বেশি না দাঁড়ায়।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চতুর্থ ম্যাচ জিতে ‘ফাইনালে’ দৃষ্টি দিতে চায় নিউজিল্যান্ড

চতুর্থ ম্যাচ জিতে ‘ফাইনালে’ দৃষ্টি দিতে চায় নিউজিল্যান্ড

কোচ নিয়ে প্রশ্ন তুললেন মাশরাফি

কোচ নিয়ে প্রশ্ন তুললেন মাশরাফি

মিসবাহ-ওয়াকারের বিদায়, জাতীয় দলে ফিরছেন আমির

মিসবাহ-ওয়াকারের বিদায়, জাতীয় দলে ফিরছেন আমির

৫০ বছর পর ওভালে ভারতের জয়

৫০ বছর পর ওভালে ভারতের জয়