শামিকে নিয়ে ডেয়ারডেভিলস'র দ্বারস্থ হাসিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০১ এপ্রিল ২০১৮
শামিকে নিয়ে ডেয়ারডেভিলস'র দ্বারস্থ হাসিন

ক্রিকেট বিশ্বে ভারতীয় পেসার মোহম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহানের বিবাদ যেন শেষই হচ্ছে না। আর তারই জর ধরে এবার আইপিএল থেকে শামিকে বাদ দেওয়ার জন্য দিল্লি ডেয়ারডেভিলসের দ্বারস্থ হলেন হাসিন। সংবাদ সংস্থা এএনআইকে হাসিন বলেন, "হেমন্ত স্যারের (দিল্লি ফ্র্যাঞ্চাইজির সিইও) সঙ্গে দেখা করে বলেছি, পারিবারিক সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আইপিএল থেকে বাদ দিন ওকে (মোহম্মদ শামি)।"

এ বছর ৩ কোটি টাকায় 'রাইট টু ম্যাচের' নিয়মে মোহম্মদ শামিকে ধরে রেখেছে দিল্লি ডেয়ারডেভিলস। তবে, শামির বিরুদ্ধে এই মুহূর্তে ঠিক কী পদেক্ষপ নেয়া হচ্ছে, তা এখনও সরকারিভাবে স্পষ্ট করেনি দিল্লি ডেয়ারডেভিলস কর্তৃপক্ষ।

তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী ৭ এপ্রিল থেকে আইপিএল। এই মুহূর্তে শামির মতো প্রথম সারির পেসারকে নিয়ে ডেয়ারডেভিলস কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ করবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, ইতিমধ্যে শামির বিরুদ্ধে ওঠা ম্যাচ গড়াপেটার অভিযোগ খারিজ করে দিয়েছে বিসিসিআই। এরপরই, গ্রেড-বি তালিকায় শামির সঙ্গে চুক্তি করেছে বোর্ড।

উল্লেখ্য, সম্প্রতি শামির বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, স্ত্রীর উপর অত্যাচার এমনকি ম্যাচ পাতানোর মতো গুরুতর অভিযোগও আনেন তার স্ত্রী হাসিন। লালবাজারেও শামির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। সেই তদন্ত এখনও চলছে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বল টেম্পারিংয়ের অভিযোগ থেকে যে কারণে বাঁচলেন লেম্যান

বল টেম্পারিংয়ের অভিযোগ থেকে যে কারণে বাঁচলেন লেম্যান

মাদাম তুসোয় ২৩তম সদস্য কোহলি

মাদাম তুসোয় ২৩তম সদস্য কোহলি

স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটের ফ্যাক্টবক্স কতটুকু জানেন?

স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটের ফ্যাক্টবক্স কতটুকু জানেন?

আইপিএলেও নিষিদ্ধ হলেন স্মিথ-ওয়ার্নার

আইপিএলেও নিষিদ্ধ হলেন স্মিথ-ওয়ার্নার