ডোমিঙ্গোর দৃষ্টিতে শারজাহ’র উইকেট মিরপুরের সাথে ‘মিল’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ এএম, ২৪ অক্টোবর ২০২১
ডোমিঙ্গোর দৃষ্টিতে শারজাহ’র উইকেট মিরপুরের সাথে ‘মিল’

প্রাথমিক পর্বের তিনটি ম্যাচ ওমানে খেললেও সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম ম্যাচ শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। সেরা বারো দলের লড়াইয়ে গ্রুপ-১ এ পড়া বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় লঙ্কানরা বেশ এগিয়ে। তবে ঢাকার মিরপুরের উইকেটের সাথে শারজাহর উইকেটে ‘মিল’ থাকায় বাংলাদেশের জন্য তা ‘এক্স ফ্যাক্টর’ বলছেন টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো।

রাসলে ডোমিঙ্গো বলেন, ‌‘গত কয়েক মাস আগে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছি। তাদের বিরুদ্ধে আমাদের ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি জানি, এটি একটি ভিন্ন ফরম্যাট, তবে আমরা ৫০ ওভারের সিরিজে তাদের বিপক্ষে ভালো খেলেছি। তাদের বিরুদ্ধে আমাদের একটি প্রতিযোগিতামূলক টেস্ট সিরিজও ছিল।’

টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি আমরা একটি ভারসাম্যপূর্ণ দিক রয়েছে। আমরা কিছু গুরুতর দক্ষ বোলার এবং কিছু ভালো ব্যাটার পেয়েছি। সাকিবের মতো আমাদের বিশ্বমানের অলরাউন্ডার রয়েছে। তবে ম্যাচে একটি বা দুটি জিনিস চিহ্নিত করা কঠিন।

শারজাহর উইকেট নিয়ে টাইগার কোচ বলেন, ‘শারজাহ, আমার মনে হয়, ঢাকার (মিরপুর শের-ই বাংলা) উইকেটের মতোই। আশা করি, আগামীকালের (রোববার) খেলায় আমাদের এটির সহায়তা পাব।’

বিশ্বকাপের অন্যান্য স্টেডিয়ামের তুলনায় শারজাহ ছোট। ফলে একাদশ জানানোর বিষয়ে জানতে চাওয়া হলে টাইগার কোচ বলেন, ‘দেখুন, ঐতিহাসিকভাবে শারজাহ এবং অন্যরা উইকেট পুনঃস্থাপন করেছে। নতুন উইকেট স্থাপনের পর স্কোর (রান) যথেষ্ট কমে গেছে। তবে উইকেটে পেস বোলারদের জন্য সবসময় খেলায় উপযোগী বলে মনে হয়।’

তিনি আরও বলেন. ‘আমি কয়েক বছর আগে এখানে (শারজাহ স্টেডিয়াম) এসেছিলাম। আমার মনে হয়, ফাস্ট বোলাররা নিজেদের ফর্মে রয়েছে। স্পিন সবসময় একটি সুযোগ। আর ছোট সীমানা, যা উভয় পক্ষের জন্য একই।’

প্রাথমিক পর্বের গ্রুপে রানাসআপ হওয়ায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়াদের সাথে গ্রুপ-১ এ পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে পড়ায়ঢ সুপাার টুয়েলভের পাঁচ ম্যাচের মধ্যে চারটিই অনুষ্ঠিত হবে বিকেলে দিনের আলোতে। এটাও একটা বাড়তি সুবিধা হিসেবে দেখছেন কোচ রাসেল ডোমিঙ্গো।

তিনি বলেন, ‘আমি মনে করি সময়-সূচি (বিকেলের ম্যাচ) আমাদের জন্য বড় উপযোগী। সন্ধ্যার ম্যাচে শিশির থাকে। আমি জানি, অন্য অনেক দল শিশিরের দিকে খুব মনোযোগী। আমাদের জন্য এ সমীকরণ নেই। আমি মনে করি, আমাদের স্পিনাররা খুব বেশি প্রতিযোগিতা করতে পারবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সব দলের সাথেই আত্মবিশ্বাসী ভারত : কোহলি

সব দলের সাথেই আত্মবিশ্বাসী ভারত : কোহলি

ভারতকে হারালে পাকিস্তান ক্রিকেটারদের ভবিষ্যৎ উজ্জ্বল

ভারতকে হারালে পাকিস্তান ক্রিকেটারদের ভবিষ্যৎ উজ্জ্বল

ভারতের বিপক্ষে পাকিস্তান দল আত্মবিশ্বাসী : বাবর আজম

ভারতের বিপক্ষে পাকিস্তান দল আত্মবিশ্বাসী : বাবর আজম

একই দিনে এশিয়ার চার জায়ান্টের লড়াই

একই দিনে এশিয়ার চার জায়ান্টের লড়াই