বিশ্বকাপে শিক্ষা পেয়ে ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে ভাবছেন বাশার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৮ এএম, ০১ নভেম্বর ২০২১
বিশ্বকাপে শিক্ষা পেয়ে ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে ভাবছেন বাশার

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রাথমিক পর্বের শেষ দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে খেলা নিশ্চিত করলেও আর কোন জয়ের দেখা পাচ্ছে না বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে শ্রীলঙ্কা-ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো উইকেটে সিরিজ জয় করেছিল বাংলাদেশ। সে সময় উইকেট নিয়ে কথা উঠলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা জয়টাকেই বেশি গুরুত্ব দিয়েছেন।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে শুধু নয়, দেশের ঘরোয়া টুর্নামেন্টেও স্লো উইকেটে খেলে থাকেন ক্রিকেটাররা। যার কারণে দেশের ক্রিকেটাররা স্পোর্টিং উইকেটে খেলার সুযোগ থেকে বঞ্চিত হন।

বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে বলা হলেও উইকেটে লক্ষণীয় কোন পরিবর্তন হয়নি। তবে চলমান বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটের দৈন্যদশায় নির্বাচক হাবিবুল বাশার সুমনের টনক কিছু হলেও নড়েছে। তিনি বলছেন, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য ঘরোয়া টুর্নামেন্টগুলোতে ব্যাটিং উইকেট তৈরি করতে হবে।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় হাবিবুল বাশার সুমন বলেন, ‌‌‘বিশ্বকাপের আগে একটা বড় বিষয় ছিল যে, অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলে এসেছি আমরা। যেখানে আমাদের খেলার সুযোগ আসলে খুব বেশি হয় না। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। জয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আমাদের যেটা দরকার, বাংলাদেশ ক্রিকেটের জন্য, ভবিষ্যতের জন্য, ঘরোয়া যে টুর্নামেন্টগুলো খেলি, সেখানে ব্যাটিং উইকেট তৈরি করা।’

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহ গড়লেও ইংল্যান্ডের কাছে বাজে ব্যাটিং হেরেছে বাংলাদেশ। এছাড়া সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের কাছে গিয়েও শেষ দিকে মাত্র ৩ রানের জন্য পরাজয় বরণ করেছে বাংলাদেশ। জয়ের জন্য শেষ ওভারে ১৩ রান প্রয়োজন হলেও ৯ রানের বেশি নিতে পারেনি। হিটার ব্যাটার না থাকায় শেষ বলে বাউন্ডারির প্রয়োজন হলে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও পারেননি।

টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানো সারা বিশ্ব হিটার ব্যাটাররা রানের ঝড় তুলেন সেখানে বাংলাদেশে নেই তেমন কোন হিটার। বিসিবি নির্বাচন বলেন, ‘আমরা খুব বেশি ম্যাচ যখন খেলি, বিপিএল বা টি-টোয়েন্টি টুর্নামেন্ট, তখন একই উইকেটে বার বার খেলার জন্য অনেক সময় ভালো উইকেট পাই না। যার জন্য আমাদের পাওয়ার হিটারও তৈরি হচ্ছে না।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনি আপনার সুবিধা নিতে চাইবেন, এটা খুব স্বাভাবিক। আপনি জিততে চাইবেন। কিন্তু আমাদের যদি টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করতে হয়, পাওয়ার হিটার তৈরি করতে হয়, আমি মনে করি আমাদের ঘরোয়া ক্রিকেটে উইকেটগুলো অনেক উন্নতি করতে হবে।’

‘যেখানে ২০০-১৮০ রানের খেলা হবে ধারাবাহিকভাবে। আমরা আসলে এটা খুব বেশি পাই না, যখন ঘরোয়া টুর্নামেন্ট হয়। পাওয়ার প্লে ব্যবহার করা, পাওয়ার হিটার তৈরি করা সেটা খুব বেশি হচ্ছে না। আমার মনে হয়, আমাদের সবচেয়ে বেশি দরকার যেটা পরবর্তীতে আমরা যখন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবো, তখন যেন ভালো উইকেটে আমরা খেলতে পারি সব সময়।’

সুপার টুয়েলভে প্রথম তিন ম্যাচে টানা হেরে বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলার আশা থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তবে বাকি দুটি থেকে কিছু পেতে জয়ের বিকল্প ভাবছে না টাইগাররা।

হাবিবুল বাশার বলেন, ‘সামনে দুটি ম্যাচ আছে। বিশ্বকাপের ম্যাচ মানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাকি দুটি ম্যাচ যেন আমরা ভালোভাবে শেষ করি। হ্যাঁ, সেমি-ফাইনালের সুযোগ নেই। কিন্তু আমরা বিশ্বকাপের শেষ ম্যাচ দুটি ভালোভাবে শেষ করতে চাই, জয় দিয়ে শেষ করতে চাই। সেটা আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষেধাজ্ঞার দিনে ‘অভিষেকে’ও ব্যর্থ সাকিব

নিষেধাজ্ঞার দিনে ‘অভিষেকে’ও ব্যর্থ সাকিব

আমাদের ক্যাচিং আরও ভালো করতে হবে, করা উচিত : মাহমুদউল্লাহ

আমাদের ক্যাচিং আরও ভালো করতে হবে, করা উচিত : মাহমুদউল্লাহ

এখনো অনেক কিছু পাওয়ার আছে : মাহমুদউল্লাহ

এখনো অনেক কিছু পাওয়ার আছে : মাহমুদউল্লাহ

সমালোচনা সহ্য করাও শিল্প : মাশরাফি

সমালোচনা সহ্য করাও শিল্প : মাশরাফি