ইয়র্কশায়ারে নাম লেখালেন শাদাব খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০০ পিএম, ০২ এপ্রিল ২০২২
ইয়র্কশায়ারে নাম লেখালেন শাদাব খান

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে পাকিস্তানি ক্রিকেটারদের পদচারণা নতুন কিছু নয়। এবার কাউন্টি টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারে নাম লেখালেন পাকিস্তানি লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খান। এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ইংলিশ কাউন্টির ক্লাবটি।

শুক্রবার (১ এপ্রিল) ইয়র্কশায়ার জানিয়েছে, ১১ ম্যাচের জন্য তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন শাদাব। ১১ ম্যাচের মধ্যে ক্লাবটির হয়ে প্রথম পাঁচ ম্যাচ খেলে বিরতি দিবেন শাদাব। এরপর পুনরায় দলের সঙ্গে যোগ দিয়ে খেলবেন শেষ ছয় ম্যাচ।

ইংলিশ কাউন্টি ক্লাবটির সঙ্গে সব কিছু চূড়ান্ত করে ফেলছেন ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার। বাকি আছে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে ছাড়পত্র পাওয়া। ছাড়পত্র পেলেই সতীর্থ হ্যারিস রউফের সঙ্গে যোগ দেবেন শাদাব।

শাদাবের অন্তর্ভুক্তি প্রসঙ্গে ইয়র্কশায়ারের ক্রিকেটের অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা পরিচালক ড্যারেন গফ বলেন, ‘শাদাব খান এমন একজন ক্রিকেটার যিনি টপ অর্ডার ও মিডল অর্ডার দুই জায়গায়ই ব্যাট করতে পারেন। তিনি বলকে বেশ দূরে পাঠাতে পারে। সে একজন অবিশ্বাস্য স্পিনারও।’

ইয়র্কশায়ারে যোগ দিতে পেরে বেশ আনন্দিত এই ক্রিকেটার।

শাদাব বলেন, ‘ব্লাস্টের জন্য ইয়র্কশায়ারে যেতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত। যখন থেকে আমি আমার ক্রিকেট যাত্রা শুরু করেছি, তখন থেকেই কাউন্টি ক্রিকেট খেলা আমার স্বপ্ন ছিল।’

শাদাব সবচেয়ে খুশি হয়েছেন একই দলে জাতীয় দইলের সতীর্থ হ্যারিস রউফকে পেয়ে। এই ক্রিকেটার বলেন, ‘আমার ভালো বন্ধু হারিসের সাথে খেলতে পারাটা আমার জন্য আরও বেশি বিশেষ হয়ে উঠবে।’

পাকিস্তানের হয়ে ৬৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাদাব। ৬৪ টি-টোয়েন্টি ম্যাচে ৭৩ উইকেট নিয়েছেন এই লেগী। ব্যাট হাতেও দারুন কার্যকর তিনি। ৬৪ ম্যাচে ১৩৬ দশমিক ৮১ স্ট্রাইক রেটে ব্যাট করে রান করেছেন ২৭৫।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

সাসেক্সের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন লুক রাইট

সাসেক্সের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন লুক রাইট

কাউন্টি দল উস্টারশায়ারে নাম লেখালেন আজহার আলি

কাউন্টি দল উস্টারশায়ারে নাম লেখালেন আজহার আলি

বিমানবন্দরে বন্ধু শাদাবকে চমকে দিলেন ‘ড্রাইভার’ হাসান আলি

বিমানবন্দরে বন্ধু শাদাবকে চমকে দিলেন ‘ড্রাইভার’ হাসান আলি

ব্যর্থ হলেই বাদ দেওয়ার পক্ষে নয় বাবর : শাদাব

ব্যর্থ হলেই বাদ দেওয়ার পক্ষে নয় বাবর : শাদাব