ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ জয়ের প্রত্যাশা সোহানের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ৩১ জুলাই ২০২২
ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ জয়ের প্রত্যাশা সোহানের

প্রথম টি-টোয়েন্টি হারের পর নুরুল হাসান সোহানের কণ্ঠে ছিল লক্ষ্য তাড়া করতে না পারার আক্ষেপ। জানিয়েছিলেন, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাপ্তানের কথা রেখেছে দল। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা ধরে রাখতে চান অধিনায়ক নুরুল হাসান সোহান।

রোববার (৩১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে মাঠ টস জিতে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। মোসাদ্দেকের বোলিং তোপে ৩১ রানে পাঁচ উইকেট হারানো স্বাগতিকরা শেষ পর্যন্ত থামে ১৩৫ রানে।

জবাবে লিটন দাসের ৩৩ বলে বলে ৫৬ রানে ভর করে ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। এই জয়ে সিরিজেও সমতায় ফিরেছে বাংলাদেশ। শেষ ম্যাচে নির্ধারিত হবে কাদের হাতে উঠবে সিরিজের ট্রফি।

ম্যাচ শেষে অধিনায়ক জানিয়েছেন, শেষ ম্যাচে ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিশ্চিত করতে চান। পাশাপাশি বল হাতে মোসাদ্দেক ও ব্যাট হাতে লিটনের পারফর্মেন্সের প্রশংসাও করেছেন তিনি।

সোহানের ভাষ্যমতে, “ছেলেরা দারুণ খেলেছে। বোলাররা অসাধারণ বোলিং করেছে বিশেষ করে মোসাদ্দেক। ব্যাটিংয়ে লিটন দারুণভাবে সেট হয়েছিল। আমরা সামনের ম্যাচে এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সেরাটা দিয়েই খেলবো।”

হারারেতে প্রথম দুই টি-টোয়েন্টির কোনোটিতেই টস জিততে পারেননি অধিনায়ক সোহান। টস জিতলে এই মাঠে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন জানিয়ে বলেন, “আমি যদি টস জিততাম তাহলে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতাম।”

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচ শেষে সৈকত বলেন, “দারুণ লাগছে। শুরু থেকেই স্পিন আক্রমণের পরিকল্পনা ছিল। অধিনায়ক পাওয়ার প্লেতে দারুণভাবে স্পিনারদের কাজে লাগিয়েছে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

মোসাদ্দেক-লিটনে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ

মোসাদ্দেক-লিটনে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ

চতুর্থ বাংলাদেশি হিসেবে মোসাদ্দেকের শিকার পাঁচ উইকেট 

চতুর্থ বাংলাদেশি হিসেবে মোসাদ্দেকের শিকার পাঁচ উইকেট 

দারুণ উইকেট, জয় সম্ভব ছিল: সোহান

দারুণ উইকেট, জয় সম্ভব ছিল: সোহান

টি-টোয়েন্টির হাজার রানের ক্লাবে ৬ষ্ঠ বাংলাদেশি লিটন

টি-টোয়েন্টির হাজার রানের ক্লাবে ৬ষ্ঠ বাংলাদেশি লিটন