টি-টোয়েন্টির হাজার রানের ক্লাবে ৬ষ্ঠ বাংলাদেশি লিটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৮ পিএম, ৩০ জুলাই ২০২২
টি-টোয়েন্টির হাজার রানের ক্লাবে ৬ষ্ঠ বাংলাদেশি লিটন

৬ষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ব্যাটার লিটন কুমার দাস। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে এক হাজার রান থেকে ২০ রান দূরে ছিলেন এই ক্রিকেটার। প্রথম টি-টোয়েন্টিতে হাজার রানের সেই মাইলফলক ছুয়েছেন তিনি।

শনিবার (৩০ জুলাই) ক্যারিয়ারের ৫২তম টি-টোয়েন্টি খেলতে নেমে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন লিটন দাস। শেষ পর্যন্ত তিনি ইনিংসে ৩২ রান করে ফিরেছেন। ১৯ বলের এই ইনিংসে ৬ চারের মার এসেছে তার ব্যাট থেকে।

লিটনের আগে আরও পাঁচ ক্রিকেটার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। ক্যারিয়ারে ১১৮ ম্যাচ খেলে তিনি করেছেন ২০৪৩ রান।

বাংলাদেশি ক্রিকেটার মধ্যে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এখন পর্যন্ত দুইজন। তারা হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান (২০১০)।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ফরম্যাটকে বিদায় জানানো ওপেনার তামিম ইকবাল (১৭০১)। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন মুশফিকুর রহিম (১৪৯৫) ও সৌম্য সরকার (১১৩৬)।

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বিদায়টা ছিল বেশ নাটকীয়। স্কুপ করতে গিয়ে রিচার্ড এনগারাভার হাতে ফাইন লেগে ধরা পড়েছিলেন লিটন। তবে সেই ক্যাচ রাখতে পারেননি এই পেসার। শেষ পর্যন্ত শন উইলিয়ামসে সহায়তায় লিটনকে করেন রান আউট। এতেই করুণ সমাপ্তি ঘটে লিটনের ১৯ বলে ৩২ রানের ইনিংসের।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের প্রশংসায় পঞ্চমুখ সাকিব আল হাসান

আইপিএলের প্রশংসায় পঞ্চমুখ সাকিব আল হাসান

পাড়ার খেলা নয়, যে যোগ্য সে একাদশে থাকবে: তামিম

পাড়ার খেলা নয়, যে যোগ্য সে একাদশে থাকবে: তামিম

দল অনভিজ্ঞ, মানতে নারাজ অধিনায়ক সোহান

দল অনভিজ্ঞ, মানতে নারাজ অধিনায়ক সোহান

ভবিষ্যৎ না ভেবে বর্তমানে ভালো করতে চান আফিফ

ভবিষ্যৎ না ভেবে বর্তমানে ভালো করতে চান আফিফ