ভারত ম্যাচের আগে পাকিস্তান শিবিরে আরেক দুঃসংবাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৬ আগস্ট ২০২২
ভারত ম্যাচের আগে পাকিস্তান শিবিরে আরেক দুঃসংবাদ

শ্রীলঙ্কায় পাওয়া ইনজুরিতে এশিয়া কাপে নেই শাহীন শাহ আফ্রিদি। এবার তার সাথে যুক্ত হলো মোহাম্মদ ওয়াইম জুনিয়রের ইনজুরি। অবশ্য পুরো এশিয়া কাপ নয়, শুধুমাত্র ভারতের বিপক্ষে ম্যাচে তাকে বাইরে থাকবে হবে। তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন করার সময় পিঠে ব্যাথা অনুভব করেন মোহাম্মদ ওয়াসিম। সেখানেই তার স্ক্যান করানো হয়। এরপরেই জানা যায়, ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি।

মোহাম্মদ ওয়াসিমের আগে ইনজুরির কারণে পাকিস্তান স্কোয়াড থেকে বাদ পড়েছেন শাহীন শাহ আফ্রিদি। খেলতে পারবেন না এশিয়া কাপ। তবুও দলের সাথে আরব আমিরাতে অবস্থান করছেন এই পেসার। সেখানেই চলছে তার পুর্নবাসন প্রক্রিয়া।

শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম না থাকায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে অনেকটা দূর্বল বোলিং আক্রমণ নিয়ে খেলতে হবে। পাকিস্তানের এই বোলিং আক্রমণে থাকবেন হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।

মাত্রই বোলিং অ্যাকশন শুধরেছেন মোহাম্মদ হাসনাইন। বোলিং অ্যাকশন পরিবর্তন করলেও কমেনি তার বোলিংয়ের ধার। তাই তার উপর ভরসা করছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

এদিকে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের ইনজুরির অবস্থার উন্নতি না হলে বিকল্প খুঁজতে হবে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে পাকিস্তান দলে ডাক পেতে পারেন হাসান আলি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

এক নজরে এশিয়া কাপের সকল দলের স্কোয়াড

এক নজরে এশিয়া কাপের সকল দলের স্কোয়াড

যুব পিএসএলে মেন্টরের দায়িত্বে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস

যুব পিএসএলে মেন্টরের দায়িত্বে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস

ওয়াটসনের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার

ওয়াটসনের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার

কাতার বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে পাকিস্তানের সেনাবাহিনী

কাতার বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে পাকিস্তানের সেনাবাহিনী