শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু করলো আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৬ এএম, ২৮ আগস্ট ২০২২
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু করলো আফগানিস্তান

জয় দিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করলো আফগানিস্তান ক্রিকেট দল। আয়োজন শ্রীলঙ্কাকে রীতিমত উড়িয়ে দিয়ে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে মোহাম্মদ নবির দল। লঙ্কানদের বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে আফগান ক্রিকেট দল।

শনিবার (২৭ আগস্ট) দুবাই ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম‍্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামা আফগানিস্তানের বোলাররা রীতিমত চেপে ধরে লঙ্কান ব্যাটারদের।

আফগার বোলারতের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারও ব্যাট করতে পারেনি শ্রীলঙ্কা। ২ বল বাকি থাকতে গুটিয়ে যাওয়ার আগে ১০৫ রানের সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। মাত্র ১০৬ রানের লক্ষ্য পেয়ে ব্যাট করতে নেমে ১০.১ ওভারেই ৮ উইকেটে জয় তুলে নেয় আফগানিস্তান।

ইনিংসের প্রথম ওভারে ২ উইকেট তুলে নেন ফজলহক ফারুকি। এরপর মোহাম্মদ নবি-মুজিব উর রহমানদের দুর্দান্ত বোলিংয়ে শতরানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে শ্রীলঙ্কা। বোলিং তোপে লঙ্কানদের আট ব‍্যাটসম‍্যানই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

দুই অঙ্কের ঘরে প্রবেশ করেছেন মাত্র তিনজন। তবে তারাও কেই বড় ইনিংস খেলতে পারেননি। ইনিংসের দুই বল বাকি থাকতেই ১০৫ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। বল হাতে ফজলহক ফারুকি ১১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ নবি ও মুজিব উর রহমান দখলে নেন ২টি করে উইকেট।

১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আফগানিস্তান উদ্বোধনী জুটি পায় ৮৩ রানের দুর্দান্ত ইনিংস। দ্বিতীয় ওভারে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া গুরবাজ এবং অপর ওপেনার জাজাইয়ে সামনে দিশেহারা হয়ে পড়ে লঙ্কান বোলাররা। তাদের ঝড়ো ব‍্যাটিংয়ে পাওয়ার প্লে থেকেই আসে ৮৩ রান।

পাওয়ার প্লের পর প্রথম বলে লেগ স্পিনার হাসারাঙ্গাকে খেলতে গিয়ে সরাসরি বোল্ড হন গুরবাজ। ১৮ বলে চার ছক্কা ও তিন চারে ৪০ রান করে ফিরেন এ ব্যাটার। এরপর জয় থেকে মাত্র ৩ রান দূরে থাকতে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। দলীয় ১০৩ রানে ১২ বলে ১৫ রান করা ইব্রাহিম জাদরান রান আউটে কাটা পড়েন।

এরপর জরদানকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারেন জাজাই। ২৮ বলে ৫টি চার ও এক ছক্কায় অপরাজিত ৩৭ রান করে দলকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন তিনি। ম‍্যাচ সেরা হয়েছেন ফজলহক ফারুকি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপে ‘অনন্য’ সেঞ্চুরির সামনে কোহলি

এশিয়া কাপে ‘অনন্য’ সেঞ্চুরির সামনে কোহলি

ফিল্ডিং নিয়ে টাইগারদের সতর্ক করলেন হাবিবুল বাশার

ফিল্ডিং নিয়ে টাইগারদের সতর্ক করলেন হাবিবুল বাশার

প্রথম রাউন্ড পার হতে মোস্তাফিজের ভালো করা জরুরি: হাবিবুল বাশার

প্রথম রাউন্ড পার হতে মোস্তাফিজের ভালো করা জরুরি: হাবিবুল বাশার

এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন দেখতে চান সাকিব

এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন দেখতে চান সাকিব