টিকিট ছাড়া দেখা যাবে নারী এশিয়া কাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২
টিকিট ছাড়া দেখা যাবে নারী এশিয়া কাপ

চলতি বছরের ১ অক্টোবর সিলেটে মাঠে গড়াবে নারীদের এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরুর আগে দর্শকদের জন্য দারুণ সুখবর, টিকেট ছাড়াই দেখা যাবে নারীদের এশিয়া শ্রেষ্টত্বের লড়াই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সুত্রে জানা গেছে টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত ফ্রি-তেই গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন স্টেডিয়ামে আগত দর্শকরা। 

যারা মাঠে যেতে পারবেন না তাদের জন্যও রয়েছে ভালো খবর। স্টার স্পোর্টসের মতো চ্যানেলসহ বেশ কয়েকটি দেশী চ্যানেল এই টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে সিলেট থেকে।

এবারের এশিয়া কাপের অংশ নিচ্ছে মোট ছয়টি দল। স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ ইতিমধ্যে সিলেট পৌছে গিয়েছে। বৃহপ্সতিবার (২৯ সেপ্টেম্বর) শেষ দেশ হিসেবে ভারতের পৌঁছানোর কথা রয়েছে। 

এবারের টুর্নামেন্টে প্রত্যেক দিন দুইটি করে ম্যাচ মাঠে গড়াবে। প্রথম ম্যাচ সকাল ৯টায় এবং দ্বিতীয় ম্যাচ দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে। আসরের প্রথম দিন সকাল ৯টায় উদ্বোধনি ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। চলতি বছরের ১৫ অক্টোবর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের এশিয়া কাপের। 

সদ্য নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে এবারে এশিয়া কাপ হওয়াতে শিরোপা জয়ের দৌড়ে নিজেদের এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

সর্বশেষ ২০১৮ এশিয়া কাপে মালয়েশিয়াতে শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। ঘরের মাঠে শিরোপা ধরে রাখতে বদ্ধ পরিকর জ্যোতি-সালমারা। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপে নিজেদের এগিয়ে রাখছেন জ্যোতি

এশিয়া কাপে নিজেদের এগিয়ে রাখছেন জ্যোতি

আরব আমিরাত থেকে ফিরে এবার সিলেটে বাংলাদেশ নারী দল

আরব আমিরাত থেকে ফিরে এবার সিলেটে বাংলাদেশ নারী দল

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে  বাংলাদেশ

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

জ্যোতি-সালমাদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি

জ্যোতি-সালমাদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি