জ্যোতি-সালমাদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২
জ্যোতি-সালমাদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি

সংযুক্ত আরব আমিরাতে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবক’টিতে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাঘিনীরা।

ব্যাট হাতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সামনে থেকে নেত্বতৃ দিচ্ছেন। অধিনায়কত্ব পাওয়ার পর যেন তার ব্যাটটা একটু বেশিই চওড়া হয়ে গেছে। যেখানে খেলছেন রানের বন্যা বইয়ে দিচ্ছেন।

ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুড়ি ছোটানো জ্যোতি মরুভূমির দেশ আরব আমিরাতেও সেই ফর্ম ধরে রেখেছেন। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬৭, দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের পর গ্রুপপর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৬ রানের ইনিংসই প্রমাণ করে, কি দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশ অধিনায়ক।

এই ফর্মের প্রভাব পড়েছে আইসিসির নারীদের টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে। এক লাফে পাঁচ ধাপ এগিয়েছেন তিনি। ২৮ থেকে উঠে এখন ২৩ নম্বরে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জ্যোতি। 

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৪০ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন শামিমা সুলতানা। র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে তার অবস্থান ৭২ নম্বরে। এই তালিকায় সালমা আছেন ৪৯তম স্থানে ও ৪৬তম স্থানে আছেন ফারজানা হক। 

অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে দুইধাপ উন্নতি হয়েছে সালমা খাতুনের। ৯ নম্বর থেকে সাত নম্বরে উঠে এসেছেন এই অভিজ্ঞ বাংলাদেশি অভিজ্ঞ অলরাউন্ডার। 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সেমিফাইনালে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থাইল্যান্ডের মুখোমুখি হবে জ্যোতি-সালমারা। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

এবার টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে মোস্তাফিজ

এবার টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে মোস্তাফিজ

সিপিএলে সাকিবের শূন্য, জিতলো দল

সিপিএলে সাকিবের শূন্য, জিতলো দল

আরব আমিরাতের বিপক্ষে অধিনায়ক সোহান, ফিরলেন সৌম্য

আরব আমিরাতের বিপক্ষে অধিনায়ক সোহান, ফিরলেন সৌম্য

টানা তিন জয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

টানা তিন জয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা