সোনার ব্যাট উপহার পেল আইএলটি-২০’র ছয় ফ্র্যাঞ্চাইজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১৩ অক্টোবর ২০২২
সোনার ব্যাট উপহার পেল আইএলটি-২০’র ছয় ফ্র্যাঞ্চাইজি

২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল লিগ টি-২০ (আইএলটি-২০) লিগের অংশ নেওয়া ছয়টি ফ্র্যাঞ্চাইজির মালিককে একটি করে স্বর্ণের ব্যাট উপহার দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে উত্তেজনাপূর্ণ লিগের আগে শেখ নাহায়ান মাবারক আল নাহায়ান ফ্র্যাঞ্চাইজির প্রত্যেক মালিককে এ উপহার দেন।

ব্যাটগুরো সংযুক্ত আরব আমিরাতের পতাকার রঙের সাথে মির রাখা হয়েছে। এছাড়া আইএলটি-২০ লিগের লোগো খোদাই করা রয়েছে। লিগ সংশ্লিষ্টরা মনে করছেন, স্বর্ণের ব্যাট উপহার দেওয়া লিগ এবং স্টেকহোল্ডারদের মধ্যে প্রতিষ্ঠিত শক্তিশালী অংশীদারিত্বের প্রতীক।

ব্যাট উপহার দেওয়া অনুষ্ঠানে জয় মেহতা (আবুধাবি নাইট রাইডার্স), সুহানা এবং আরিয়ান খানের পাশাপাশি, পল ভয়গট (ডেজার্ট ভাইপারস), কিরণ এবং রুচির গ্র্যান্ডি (দুবাই ক্যাপিটালস), প্রণব আদানি (গাল্ফ জায়ান্টস), নিখিল মেসওয়ানি (মালিক - এমআই) এমিরেটস), রাজেশ শর্মা (শারজাহ ওয়ারিয়র্স), পুনিত গোয়েঙ্কা এবং রাহুল জোহরি (জি এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট) উপস্থিত ছিলেন।
sportsmail24

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে ক্রিকেট-গ্রেট ডোয়াইন ব্রাভো, ওয়াসিম আকরাম, সাইমন ডল, রবিন উথাপ্পা এবং ব্রেট লি উপস্থিত ছিলেন।

নতুন বছরের ৬ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ইন্টারন্যাশনাল লিগ টি-২০ (আইএলটি২০)। ৬ দলের আইএলটি-২০ তে মোট ৩৪ ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দল অন্যান্য দলের বিপক্ষে ২টি করে ম্যাচ খেলবে. এরপর মাঠে গড়াবে প্লে-অফ।
sportsmail24

প্রতিটি দলে ১৮ জন খেলোয়াড় থাকবে, যার মধ্যে ৪ জন সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড় এবং আইসিসি সহযোগী দেশের দুজন খেলোয়াড় থাকবে। ইতিমধ্যে ক্রিকেট বিশ্বের বেশকিছু বড় তারকা লিগটিতে খেলার জন্য নাম লিখিয়েছেন। তবে একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর সূচি থাকায় বাংলাদেশের কোনো ক্রিকেটার নাম লিখাতে পারেননি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

আইএলটি-২০ লিগে নাম লিখালেন মোহাম্মদ নবী

আইএলটি-২০ লিগে নাম লিখালেন মোহাম্মদ নবী

পোলার্ড-রাসেলদের নেয়নি বিগব্যাশের কোনো দল

পোলার্ড-রাসেলদের নেয়নি বিগব্যাশের কোনো দল

আরব আমিরাত-দক্ষিণ আফ্রিকা, দুই লিগেই চুক্তিবদ্ধ হলেন মঈন আলি!

আরব আমিরাত-দক্ষিণ আফ্রিকা, দুই লিগেই চুক্তিবদ্ধ হলেন মঈন আলি!

মুজারাবানি-সিকান্দার রাজাদেরকেও পাবে না বিপিএল

মুজারাবানি-সিকান্দার রাজাদেরকেও পাবে না বিপিএল