আইএলটি-২০ লিগে নাম লিখালেন মোহাম্মদ নবী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২
আইএলটি-২০ লিগে নাম লিখালেন মোহাম্মদ নবী

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগে নতুন করে যুক্ত হওয়া আরব আমিরাতের ইন্ট্যারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি-২০) ক্রমেই বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাথে সাংর্ঘষিক এ লিগটিতে এবার নাম যুক্ত করলেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী।

সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট লিগ আইএলটি ২০-এর প্রস্তুতি চলছে পুরোদমে। বিশ্বখ্যাত খেলোয়াড়রা লিগটিতে অংশগ্রহণের বিষয় ইতিমধ্যে নিশ্চিত করেছেন। ৫০-এর বেশি আন্তর্জাতিক ক্রিকেটার আরব-আমিরাতের এ টুর্নামেন্টে খেলতে আগ্রহী।

লিগটিতে সংযোজন হয়েছেন শ্রীলঙ্কার ভেনিন্দু হাসারাঙ্গা, যাকে ডাস্ট ভাইপারের হয়ে অ্যাকশনে দেখা যাবে। এছাড়া দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন দাসান শানাকা এবং দুষ্মনাথ চামেরা। আবুধাবি নাইট রাইডার্সে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার চারিথ আসালিঙ্কা। সর্বশেষ আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবীও শারজাহ ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামার বিষয়টি নিশ্চিত করছেন।

আইএলটি-২০ লিগ বিষয়টি নিশ্চিত করে জানায়, নবীর যুক্ত হওয়া শারজাহ ওয়ারিয়র্সের হয়ে নূর আহমেদ ও রহমানুল্লাহ গুলবাজও খেলবেন। আফগানিস্তানের হজরতুল্লাহ জাজি এবং মুজিবুর রহমান খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে। এছাড়া ফজলুল হক ফারুকি এবং নজিবুল্লাহ জারদান খেলবেন মুম্বাই ইন্ডিয়ান এমিরেটসের হয়ে।

২০২৩ সালের প্রথম মাসের ৬ তারিখ থেকে মাঠে গড়াবে ইন্ট্যারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) প্রথম আসর। ৬ দলের মোট ৩৪টি ম্যাচের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ হবে ১২ ফেব্রুয়ারি। যেখানে একই সময়ে বাংলাদেশের তিন ভেন্যুতে অনষ্ঠিত হবে বিপিএল। টাকা ঝলকানির আইএলটি-২০ লিগে তারকা ক্রিকেটাররা আগেই নাম যুক্ত করায় বিপিএলে বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

নবির নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, দলে নতুন মুখ

নবির নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, দলে নতুন মুখ

পাকিস্তানের কাছে হেরে ওষুধ খেয়ে ঘুমিয়েছিলেন নবি

পাকিস্তানের কাছে হেরে ওষুধ খেয়ে ঘুমিয়েছিলেন নবি

ছেলের সাথে জাতীয় দলে খেলতে চান মোহাম্মদ নবী

ছেলের সাথে জাতীয় দলে খেলতে চান মোহাম্মদ নবী

যে কারণে আফগানিস্তানে আইপিএল নিষিদ্ধ

যে কারণে আফগানিস্তানে আইপিএল নিষিদ্ধ