ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৫ অক্টোবর ২০২২
ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু ঘরের মাঠে বিশ্বকাপের শুরুটা হয়েছে বিবর্ণ। গেল আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের কাছে তারা হেরে গেছে বড় ব্যবধানে। তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মঙ্গলবার এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে অজিরা।

অবশ্য শ্রীলঙ্কা আছে ফুরফুরে মেজাজে। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ নামিবিয়ার কাছে হেরে গেলেও বাকি দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করে লঙ্কানরা। এরপর সোমবার আয়ারল্যান্ডকে উড়িয়ে দারুণ সূচনা করেছে তারা। অন্যদিকে প্রথম জয়ের খোঁজে আছে অজিরা।

কেবল জয় নয়, তাদের চোখ রাখতে হচ্ছে নেট রান রেটেও। নিউজিল্যান্ডের কাছে উড়ে যাওয়ায় তাদের নেট রান রেট এখন -৪.৪৫। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পাওয়া শ্রীলঙ্কার নেট রান রেট ২.৪৬৭।

শ্রীলঙ্কার রয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানার মতো বিশ্বমানের স্পিনার। কিন্তু পেস বোলিংয়ের কথা বিবেচনা করলে অস্ট্রেলিয়ার ধারেকাছে নেই শ্রীলঙ্কা। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলেউডের মতো পেসার নেই লঙ্কানদের।

অন্যদিকে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যানরা চলতি বছর সবচেয়ে বেশি রান করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষেও তাদের রয়েছে ভালো করার রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে অ্যারোন ফিঞ্চের স্ট্রাইক রেট ১৩৬। ফিফটি রয়েছে তিনটি। ডেভিড ওয়ার্নার আরও বিধ্বংসী। তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ছয়টি ফিফটি ও একটি সেঞ্চুরি করেছেন। রান করেছেন ৬৪২টি। যা যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ রান। স্ট্রাইক রেট ১৪১।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আটটি টি-টোয়েন্টি খেলে আটটিতেই জিতেছে অজিরা। কিন্তু প্রথম ম্যাচ হেরে চাপে থাকা অস্ট্রেলিয়া পার্থের নতুন স্টেডিয়ামে ভালো কিছু করতে পারবে কি? দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অস্ট্রেলিয়ার জয় দরকার। অন্যদিকে ভয়ডরহীন ক্রিকেট খেলা শ্রীলঙ্কা আছে দারুণ ফর্মে। জয় যে-ই পাক, লড়াই হওয়ার প্রত্যাশা করাটাই যায়।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়েনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলেউড।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, বিনুরা ফার্নান্দো/ লাহিরু কুমারা।

স্পোর্টসমেইল২৪/আরআইএম

 


শেয়ার করুন :


আরও পড়ুন

দেম্বেলে ম্যাজিকে বার্সেলোনার গোল উৎসব

দেম্বেলে ম্যাজিকে বার্সেলোনার গোল উৎসব

‘কোহলি’ বীরত্বে প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটবোদ্ধারা

‘কোহলি’ বীরত্বে প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটবোদ্ধারা

মেসির টানে গাড়ি চালিয়ে কাতার  যাবেন ভারতীয় নারী

মেসির টানে গাড়ি চালিয়ে কাতার যাবেন ভারতীয় নারী

রোমাকে হারিয়ে শীর্ষে নেপোলি

রোমাকে হারিয়ে শীর্ষে নেপোলি