নেট রান রেট নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০২ এএম, ৩১ অক্টোবর ২০২২
নেট রান রেট নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেট রান রেটের উপর জোর দিতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। স্বাগতিক দলের এ ওপেনিং ব্যাটার বলেছেন, “আপনাকে পারফর্মেন্সের মাধ্যমে নেট রান রেটে (পরের রাউন্ডে) যাওয়া নিশ্চিত করতে হবে।”

চলমান বিশ্বকাপে ২২ অক্টোবর (শনিবার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) নিউজিল্যান্ডের কাছে ৮৯ রানে পরাজিত হওয়া ম্যাচে হুমকিতে পড়েছে অস্ট্রেলিয়ার নেট রান রেট। বৃষ্টির কারণে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় রান রেটের উন্নতি ঘটাতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা।

তিন ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে ২০২১ সালের শিরোপাধারীরা বর্তমানে গ্রুপের চতুর্থ স্থানে রয়েছে। তাদের বর্তমান নেট রান রেট ১.৫৫৫, যেটি গ্রুপের তৃতীয় স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়েও নিচে। আজ সোমবার (৩১ অক্টোবর) দিনের প্রথম খেলার আয়ার‌ল্যান্ডসের মুখোমুখি হবে স্বাগতিকরা। এ ম্যাচে জয়ের পাশাপাশি রান রেট এগিয়ে নেওয়ার বিষয়েও আশাবাদী অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

টুর্নামেন্টে ব্যাট হাতে ধুকতে থাকা ফিঞ্চ বলেছেন, “আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ম্যাচকে তাই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ, তারা ইংল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করেছে।”

সেমি-ফাইনালের দৌঁড়ে রান রেটের ভূমিকা জোড়ালো হতে পারে কি-না এমন প্রশ্নের জবাবে ফিঞ্চ বলেন, “অবশ্যই, আপনাকে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য অবশ্যই রান রেট বাড়াতে হবে। আমরা দেখেছি সুযোগ পেলে আয়ারল্যান্ড কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। সুতরাং আপনি হালকা মেজাজ নিয়ে মোটেই এমন ম্যাচ খেলতে যেতে পারবেন না।”

তিনি আরও বলেন, “আমার মতে আমাদেরকে স্বাভাবিক নিয়মেই সুযোগ লাভের জন্য নিজেদের উপস্থাপন করতে হবে। তবে সবার আগে আমাদের মৌলিক বিষয়গুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে। যতটুকু সম্ভব দলকে সঠিক স্থানে পৌঁছে দিতে হবে। সেটি ঠিক থাকলে আপনি দলকে এগিয়ে দেয়ার চেষ্টা করতে পারবেন। সর্বশেষ আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে নিজের সর্বস্ম দিয়ে দলকে এগিয়ে দেওয়া।”

ইংলান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় বৈরি আবহায়ার কোনো পূর্বভাস না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ফিঞ্চ। বলেন, “হ্যাঁ, আবহাওয়া খুবই ভালো। আমার মনে হয় উষ্ণ আবহাওয়ার সঙ্গে নীল আকাশ হবে দারুণ ব্যাপার। কয়েকদিন ধরে ছেলেরা জমে গেছে। তবে এখানকার সুযোগ সুবিধা সব সময় বেশ ভালো। আমার মনে হয় এখানকার উইকেটে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। তবে ম্যাচ আকর্ষণীয় করার জন্য এটি সব সময় ভালো।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে হারিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

ভারতকে হারিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

অবশেষে পাকিস্তানের প্রথম জয়

অবশেষে পাকিস্তানের প্রথম জয়

শ্বাসরুদ্ধকর শেষ ওভার, জিম্বাবুয়েকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

শ্বাসরুদ্ধকর শেষ ওভার, জিম্বাবুয়েকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

ফিলিপসের সেঞ্চুরির পর বোল্টের বোলিং তাণ্ডব, বিধ্বস্ত শ্রীলঙ্কা

ফিলিপসের সেঞ্চুরির পর বোল্টের বোলিং তাণ্ডব, বিধ্বস্ত শ্রীলঙ্কা