এলোমেলো ব্যাটিংয়ে বাংলাদেশের স্বল্প পুঁজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৬ নভেম্বর ২০২২
এলোমেলো ব্যাটিংয়ে বাংলাদেশের স্বল্প পুঁজি

জিতলেই সেমি-ফাইনাল, হারলেই বিদায় -এমন সমীকরণ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। লিটন-শান্তর ওপেনিং জুটিতে উড়ন্ত শুরু করলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগার ব্যাটাররা। এলোমেলো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৭ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

টস জিতে ওপেনিং জুটিতে নাজমুল হাসান শান্ত এবং লিটন কুমার দাস ব্যাট করতে নামেন। দলীয় ২১ রানে ওপেনার লিটন চলে গেলে শান্তর সঙ্গী হন এক ম্যাচ পরে একাদশে ফেরা সৌম্য সরকার। দ্বিতীয় উইকেট জুটিতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

তবে বিরতির পর প্রথম ওভারেই পাকিস্তানকে জোড়া সাফল্য এনে দেন শাদাব খান। ওভারের ওভারের চতুর্থ বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন সৌম্য সরকার। ১৭ বলে ২০ রান করে ফিরেন তিনি। ফলে শান্তর সঙ্গে ৫২ রানের জুটি ভাঙে।

সৌম্য চলে যাওয়ার পরের বলে বড় ধাক্কা খায় বাংলাদেশ। এগিয়ে এসে লেগ সাইডে খেলার চেষ্টায় এলবিডব্লিউ হন সাকিব। যদিও সাকিবের এ আউটটি বেশ বিকর্তের জন্ম দিয়েছে।

আম্পায়ার আঙুল তুলে আউটের জানান দিলেও রিভিউ নেন সাকিব। রিপ্লেতেও ব্যাটে বল স্পর্শের প্রমাণ পাওয়া যায়। তবে ব্যাট মাটিতে লেগেছে ভেবে তৃতীয় আম্পায়ারও আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। এরপর সাকিব এগিয়ে গিয়ে আম্পায়ারের সাথে কথা বললেও কোন লাভ হয়নি।

বিস্তারিত আসছে...


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার বিদায়, বাংলাদেশ-পাকিস্তানের সেমিতে খেলার সুযোগ

দক্ষিণ আফ্রিকার বিদায়, বাংলাদেশ-পাকিস্তানের সেমিতে খেলার সুযোগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই বাংলাদেশের সেরা টুর্নামেন্ট: শ্রীরাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই বাংলাদেশের সেরা টুর্নামেন্ট: শ্রীরাম

শ্রীলঙ্কার হারে অস্ট্রেলিয়ার বিদায়, সমান পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে ইংল্যান্ড

শ্রীলঙ্কার হারে অস্ট্রেলিয়ার বিদায়, সমান পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে ইংল্যান্ড

ফেক ফিল্ডিংয়ের জন্য কোহলি ‘দায়ী’

ফেক ফিল্ডিংয়ের জন্য কোহলি ‘দায়ী’