দক্ষিণ আফ্রিকায় ধাক্কা খেল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ পিএম, ২১ জানুয়ারি ২০২৩
দক্ষিণ আফ্রিকায় ধাক্কা খেল বাংলাদেশের মেয়েরা

ব্যাটিংটা ভালো হল না। বড় পুঁজিও করতে পারলো না বাংলাদেশের মেয়েরা। তবে বোলিংয়ে দাপটের সঙ্গে শুরু করে জয়ের আশা জাগিয়েছিলেন বোলাররা। সেটাও আবার ধরে রাখতে পারেনি দিশা বিশ্বাসরা। টানা তিন জয়ের পর সুপার সিক্সের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধাক্কা খেল বাংলাদেশ। মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি ২০ বিশ্বকাপে পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১০৬ রান করে বাংলাদেশের মেয়েরা হেরেছে পাঁচ উইকেটে।

এই হারে বাংলাদেশের সেমিফাইনালে খেলা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে গেল। গ্রুপ পর্বে বাংলাদেশ তিন ম্যাচেই জিতেছে। প্রথমে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার পর শ্রীলংকাকেও হারিয়ে দেয় তারা। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রভাব বিস্তার করেই জিতেছিল বাংলাদেশ।

তাদের বিপক্ষেই মূল লড়াইয়ে হেরে বসলো বাংলাদেশ। এরই মধ্যে হার্ডহিটার হিসাবে প্রসংশা কুড়ানো ওপেনার আফিয়া প্রত্যাশাই মন্থর ব্যাটিং করেছেন। ৩৩ বলে তিন চারে তিনি করেন মাত্র ২১ রান।

প্রথম পাঁচ ব্যাটারই দুই অংক ছুঁয়েছেন কিন্তু কেউই টি ২০ ফরম্যাটের দাবি মেটাতে পারেননি। সুমাইয়া আক্তার সর্বোচ্চ ২৪ রান করেন ২৮ বলে। স্বাগতিকদলের কাইল রেকনেকে ১৯ রান দিয়ে নেন চার উইকেট।

অল্প রানের পুজি নিয়েও জয়ের পথেই ছিল বাংলাদেশ মেয়েরা। মাত্র ৩৩ রানের মধ্যেই প্রোটিয়াদের চার উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাতে শেষ পর্যন্ত তাদের আটকানো যায়নি।

ম্যাডিসন ল্যান্ডম্যান ও কারাবো মেসো’র ৭০ রানের জুটিতে জয়ের দ্বারপ্রান্তে চলে যায় তারা। শেষদিকে ম্যাডিসন আউট হলেও জয় থেমে থাকেনি। কার্যকরি এক ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন তিনিই।

বাংলাদেশ অধিনায়ক দিশা বিশ্বাস ১৮ রানে নেন তিন উইকেট। বাংলাদেশের পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।


স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

নিগার সুলতানার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

নিগার সুলতানার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

সারাবিশ্বে আরও বেশি প্রোমোট করবে, বিসিবিকে ধন্যবাদ: নিগার সুলতানা

সারাবিশ্বে আরও বেশি প্রোমোট করবে, বিসিবিকে ধন্যবাদ: নিগার সুলতানা

ডিসেম্বরে নিউজিল্যান্ড যাচ্ছেন নিগার সুলতানারা

ডিসেম্বরে নিউজিল্যান্ড যাচ্ছেন নিগার সুলতানারা

ওয়ানডে বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে সালমা খাতুন

ওয়ানডে বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে সালমা খাতুন