সাকিবের অপরাজিত ‘৪০০’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৪ মার্চ ২০২৩
সাকিবের অপরাজিত ‘৪০০’

বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৪শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের সাকিব আল হাসান। মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে টস করতে নেমেই এই মাইলফলক স্পর্শ করেন সাকিব।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নেমে টি-টোয়েন্টি ফরম্যাটে (আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে) ৪শ ম্যাচ খেলার নজির গড়েন সাকিব। এর মধ্যে দেশের হয়ে ১১২টি ম্যাচ খেলেছেন তিনি।

সাকিবের আগে টি-টোয়েন্টিতে ৪শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড (৬২৩)-ডোয়াইন ব্রাভো (৫৫৮)-ক্রিস গেইল (৪৬৩)-সুনীল নারাইন (৪৩৯)-আন্দ্রে রাসেল (৪৩৬), পাকিস্তানের শোয়েব মালিক (৫১০), ইংল্যান্ডের রবি বোপারা (৪৩৯), দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার (৪২৭), অস্ট্রেলিয়ার ড্যানে ক্রিস্টিয়ান (৪০৯), ভারতের রোহিত শর্মা (৪০৭)।

৪শ টি-টোয়েন্টিতে সাকিবের রান এখন ৬ হাজার ৭১৫। উইকেট ৪৪৬টি। দেশের হয়ে ২২৮১ রান ও ১৩১ উইকেট রয়েছে তার।

টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিবের ৪শ ম্যাচ খেলার দিনে আরও একটি রেকর্ড গড়েছে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেই হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

‘পেশাদার জায়গায় ভালো বন্ধুর দরকার নেই’

‘পেশাদার জায়গায় ভালো বন্ধুর দরকার নেই’

মাশরাফিকে পেছনে ফেললেন সাকিব

মাশরাফিকে পেছনে ফেললেন সাকিব

সুযোগ করে মোহামেডানে খেলবেন সাকিব

সুযোগ করে মোহামেডানে খেলবেন সাকিব

মিডিয়াতে আমার সম্পর্কে যা আসে সবই গুজব : সাকিব   

মিডিয়াতে আমার সম্পর্কে যা আসে সবই গুজব : সাকিব