প্রথমে বোলিং নিয়েছেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১৪ জুলাই ২০২৩
প্রথমে বোলিং নিয়েছেন সাকিব

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে অধিনায়ক সাকিব আল হাসান। ফলে টস হেরে প্রথমে ব্যাট করছে সফরকারী আফগানিস্তান।

সিলেটের আকাশে রোদ থাকলেও হঠাৎই নামবে বৃষ্টি। বিষয়টি মাথায় রেখেই প্রথম বোলিং বেছে নিয়েছেন সাকিব। টস হারা আফগানিস্তান অধিনায়ক রশিদ খানেরও প্রথম পছন্দ ছিল বোলিং। টস হেরে তেমনটাই জানিয়েছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দুই বাঁহাতি সাকিব আল হাসান ও নাসুম আহমেদের সঙ্গে রয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।

এছাড়া পেস আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ ও দুই বাঁহাতি মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের থেকে একাদশ দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন মিরাজ। এছাড়া হাসান মাহমুদের জায়গায় ফিরেছেন  মোস্তাফিজ।

বাংলাদেশের ন্যায় আফগানিস্তান একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। সেদিকুল্লাহ অতল এবং উসমান গনির বদলে একাদ শে জায়গা পেয়েছেন হজরতউল্লাহ জাজাই এবং আজমতউল্লাহ ওমরজাই।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ
রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক।


শেয়ার করুন :