নতুন পরীক্ষায় বুমরাহ, স্মরণীয় করতে চায় ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১৭ আগস্ট ২০২৩
নতুন পরীক্ষায় বুমরাহ, স্মরণীয় করতে চায় ভারত

ইনজুরি থেকে সুস্থ হয়ে দীর্ঘ ১১ মাস পর ভারতীয় দলে ফিরেছেন পেসার জসপ্রিত বুমরাহ। এবার আন্তর্জাতিক ক্রিকেটে নতুন তার পরীক্ষার পালা। তার নেতৃত্বেই আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত। যেখানে জয় দিয়ে বুমরাহ’র প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চায় টিম ইন্ডিয়া।

ডাবলিনে বাংলাদেশ সময় শুক্রবার (১৮ আগস্ট) রাত ৮টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ভারত শক্তিশালী হলেও ঘরের মাঠের সুবিধা নিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে আয়ারল্যান্ড। যদিও টি-টোয়েন্টিতে পাঁচবার মুখোমুখিতে সবগুলোতেই জয় পেয়েছে ভারত।

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে দলের সিনিয়রদের বিশ্রামে রেখে দ্বিতীয় সারির দল নিয়ে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সদ্যই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তারুণ্য-নির্ভর দল নিয়ে খেলেছে টিম ইন্ডিয়া। তবে হার্ডিক পান্ডিয়ার নেতৃত্বে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারে তারা।

গত বছরের সেপ্টেম্বরে হায়দারাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন বুমরাহ। ওই ম্যাচে পিঠের ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে যান তিনি। গত জানুয়ারিতে পিঠে অস্ত্রোপচার করাতে হয় বুমরাহকে। অস্ত্রোপচারের পর পুর্নবাসন প্রক্রিয়া শেষে অধিনায়ক হয়েই জাতীয় দলে ফিরলেন তিনি। বুমরাহর ডেপুটি হিসেবে থাকছেন ঋুতুরাজ গায়কোয়াড়।

ভারতকে নেতৃত্ব দেওয়ার ছোট্ট একটি অভিজ্ঞতা আছে বুমরাহর। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার ইনজুরিতে গত বছর বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার নেতৃত্বে ওই টেস্ট ৭ উইকেটে হেরে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করেছিল ভারত।

আয়ারল্যান্ড সফরে পারফরমেন্সের চেয়ে বুমরাহর ফিটনেসের দিকে চোখ থাকবে ভারতীয় নির্বাচকদের। ফিটনেসের উপর নির্ভর করবে এশিয়া কাপ ও বিশ্বকাপ দলে বুমরাহর সুযোগ।

বুমরাহর মত পিঠের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আরেক পেসার প্রসিধ কৃষ্ণাও। দলে নতুন মুখ উইকেটরক্ষক-ব্যাটার জিতেশ শর্মা ও মিডল অর্ডার ব্যাটার রিঙ্কু সিং। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে আয়ারল্যান্ডে দলের সাথে যোগ দিবেন যশ^সী জয়সওয়াল, তিলক ভার্সা ও সঞ্জু স্যামসন।

চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজে অংশ নিয়েছিল আয়ারল্যান্ড। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে তারা। এরপর জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বে খেলেছে আইরিশরা। টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকায় ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিতও করেছে আয়ারল্যান্ড।

ভারত দল
জসপ্রিত বুমরাহ (অধিনায়ক), ঋুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশ^সী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিধ কৃষ্ণা, আর্শদিপ সিং, মুকেশ কুমার ও আবেশ খান।

আয়ারল্যান্ড দল
এন্ডি বলবির্নি (অধিনায়ক), রস অ্যাডায়ার, হ্যারি টেক্টর, লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং, থিও ভ্যান ওয়ার্কম।


শেয়ার করুন :