বাংলাদেশ সিরিজের জন্য আরব আমিরাতের দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২২ পিএম, ১৫ মে ২০২৫
বাংলাদেশ সিরিজের জন্য আরব আমিরাতের দল ঘোষণা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের সংযুক্ত আরব আমিরাতের দল ঘোষণা করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলকে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ মুহাম্মদ ওয়াসিম।

গত বছরের অক্টোবরে ওয়ানডেতে অধিনায়কের পদ ছাড়েন ওয়াসিম। তবে টি-টোয়েন্টি দলের দায়িত্বে ছিলেন তিনি। গত বছরে ডিসেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন ওয়াসিম।

ওয়াসিমের নেতৃত্বে দুবাইয়ে অনুষ্ঠিত গালফ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে আবর আমিরাত। ওই আসরের পর আর কোন টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি আরব আমিরাত।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে নামছে আরব আমিরাত। শারজাহতে ১৭ ও ১৯ মে সিরিজের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে আরব আমিরাত। সবগুলোতেই হেরেছে তারা। ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি এশিয়া কাপে প্রথম দেখা হয় দু’দলের। ম্যাচটিতে ৫১ রানে হেরেছে আরব আমিরাত।

এরপর ২০২২ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে আরব আমিরাত। দুই ম্যাচই হারে তারা।

সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি দল
মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা, আসিফ খান, ধ্রুব পারাশর, ইথান ডি'সুজা, হায়দার আলী, মতিউল্লাহ খান, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোহাইব, মুহাম্মদ জুহাইব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), সাগির খান, সঞ্চিত শর্মা, সিমরনজিৎ সিং।



শেয়ার করুন :