সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথমবারের মতো ম্যাচ পর সিরিজ হারের লজ্জাও পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো ব্যাটিং করলেও দ্বিতীয়টিতে হারতে হয়েছে। সিরিজ নির্ধারণী ম্যাচটিতে ব্যাটিং ভালো করতে পারেনি টাইগাররা। সিরিজ হারের পর পুরস্তার বিতরণী মঞ্চে অধিনায়ক লিটন দাস বলেন, “স্টিল, আমাদের শিখতে হবে, আরও শিখতে হবে এবং ম্যাচে তা কার্যকর করতে হবে।”
লিটন দাস বলেন, “আমরা যখন এখানে এসেছি, সব সময় জেতার কথাই ভাবছি। তবুও, এটি (হার) জীবনের অংশ। আপনি যখন ক্রিকেট খেলেন এবং প্রতিপক্ষ সত্যিই ভালো খেলে তখন তাদেরও কৃতিত্ব দিতেই হয়।”
সিরিজের প্রথম ম্যাচে ১৯১ রান করে ২৭ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ২০৫ রানের সংগ্রহ গড়েও ২ উইকেটে হারের স্বাদ নিতে হয়েছে বাংলাদেশকে। আরব আমিরাতের বিপক্ষে যা ছিল টাইগারদের প্রথম কোন হার।
সিরিজের শেষ ম্যাচে ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ, যদিও শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটে ১৬২ রানের স্কোর পেয়েছিল টাইগাররা। তবে সারজার উইকেটে তা যথেষ্ট ছিল না। মাত্র ৩ উইকেট হারিয়ে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের রেকর্ড গড়ে আরব আমিরাত।
ব্যাটিংয়ে ভুল শিকার করলেও কন্ডিশন এবং শিশির প্রতিপক্ষ হিসেবে ছিল বলে মনে করেন লিটন দাস। বলেন, “আমরা ব্যাটিংয়েও কয়েকটি ভুল করেছি। আমরা এই কন্ডিশনে তিনটি ম্যাচেই পরে বোলিং করেছি এবং যেখানে শিশির একটি কারণ।”
সিরিজে ইতিবাচক দিকে নিয়ে এ ফরম্যাটের টাইগার অধিনায়ক বলেন, “অবশ্যই পারভেজ ইমন এবং তানজিদ তামিম; কয়েকটি ম্যাচে হৃদয় (তাওহিদ হৃদয়) এবং জাকের (জাকের আলী) সত্যিই ভালো ব্যাটিং করেছে। এবং মাঝখানে কয়েকজন সত্যিই ভালো বোলিং করেছে। তবুও, আমাদের শিখতে হবে, আরও শিখতে হবে এবং ম্যাচে তা কার্যকর করতে হবে।”
সংযুক্ত আরব আমিরাত নিয়ে লিটন দাস বলেন, “তারা আজ সত্যিই ভালো খেলেছে। তারা প্রথমার্ধে সত্যিই ভালো খেলেছে। তারা ভালো বোলিং করেছে এবং সেই কারণেই আমরা এতো বেশি স্কোর করতে পারিনি। তবে ব্যাটিংয়ে তারা কিছুটা শিশিরের সাহায্য পেয়েছে।”