তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিলেও জিততে পারেনি বাংলাদেশ। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের ফিফটির উপর ভর করে ১ বল বাকি থাকতেই ২ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেয়ে নিজেেদের ক্রিকেটের নতুন ইতিহাস রচনা করলো আরব আমিরাত।
টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করেছিল বাংলাদেশ, যা টি-টোয়েন্টিতে টাইগারদের নিজেদের চতুর্থ সর্বোচ্চ রান। তবে জয় পায়নি বাংলাদেশ। প্রথমবারের মতো আরব আমিরাতের হারের লজ্জা পেয়েছে লিটন দাসরা।
এ হারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি এখন ১-১ সমতায় দাঁড়ালো। ফলে সিরিজের শেষ ম্যাচটি এখন অনির্ধাতি ফাইনালে পরিণত হলো, সিরিজের শেষ ম্যাচটি ২১ মে একই মাঠে (শারজাহ ক্রিকেট স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে।
২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের জন্য শেষ ৩ ওভারে আরব আমিরাতের প্রয়োজন ছিল ৩৫ রান। হাতে ৫ উইকেট থাকলেও ১৮তম ওভারে নাহিদ রানা ৬ রান দিয়ে ১ উইকেট শিকার করায় শেষ ২ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২৯।
১৯তম ওভারে শরিফুল প্রথম বলে উইকেট নিয়ে জয়ের আশা জাগালেও পরের পাঁচ বলে ১৭ রান দেন তিনি। এর মধ্যে ওভারের শেষ বলে ওভারথ্রো করে দেন ৫ রান। ফলে জয়ের জন্য শেষ ওভারে আমিরাতের লক্ষ্য দাঁড়ায় ১২ রান।
ইনিংসের শেষ ওভারে তানজিদ সাকিব প্রথম বল ওয়াইড ও দ্বিতীয় বলে ছক্কা খেলে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। তবে পরের বলে উইকেট নিয়ে চতুর্থ বলে ১ রান দিয়ে কিছুটা নিয়ন্ত্রণে আনলেও পঞ্চম বল নো দিলে ম্যাচ হেরে বসে বাংলাদেশ।