সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে হারের স্বাদ পেল বাংলাদেশ। লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দলের জন্য যা একটি লজ্জার রেকর্ড।
বুধবার (২১ মে) বাংলাদেশ সময় রাতে সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেট জয় তুলে সিরিজ জয় নিশ্চিত করে আরব আমিরাত। এর আগে প্রথম ম্যাচে ১৭ রানে জয় তুলে এগিয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান করে টাইগাররা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৮৪ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। এর মধ্যে ওপেনার তানজিদ হাসান ১৮ বলে ৪০ রান করেন।
শেষ দিকে নবম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে ২৬ বলে ৪৪ রানের জুটি গড়ে দলের রান ১শ পার করেন জাকের আলী। ৩৪ বলে ৪১ রান করে বিদায় নেন তিনি। দশম উইকেটে ১২ বলে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন হাসান ও শরিফুল ইসলাম। হাসান ২৬ এবং শরিফুল ১৬ রানে অপরাজিত ছিলেন।
১৬৩ রানের জবাবে শুরুতে উইকেট হারালেও টাইগার বোলারদের উপর চাপ তৈরি করে খেলে স্বাগতিক আরব আমিরাতের ব্যাটাররা। দলীয় ১৪ রানে প্রথম, ৫৮ রানে দ্বিতীয় এবং ৭৯ রানে তৃতীয় উইকেট হারায় তারা। তবে আলিশান শারাফুর অপরাজিত ৬৮ এবং আসিফ খানের ৪১ রানের ইনিংসে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সংযুক্ত আরব আমিরাত।