একমাত্র টি-টোয়েন্টিতেও ধরা শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৯ অক্টোবর ২০১৮
একমাত্র টি-টোয়েন্টিতেও ধরা শ্রীলঙ্কা

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচও জিতলো সফরকারী ইংল্যান্ড। রোববার রাতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩০ রানে হারায় ইংলিশরা।

কলম্বোতে টস জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা। ব্যাট হাতে নেমে ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ১৮৭ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে ওপেনার জেসন রয় ৩৬ বলে সর্বোচ্চ ৬৯ রান করেন। তার ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা ছিল।

এছাড়া মঈন আলী ১১ বলে ২৭, বেন স্টোকস ২৭ বলে ২৬ ও জো ডেনলি ১৭ বলে ২০ রান করেন। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও আমিলা আপনসো ২টি করে উইকেট নেন।

জবাবে ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৫৭ রান করে শ্রীলঙ্কা। ছয় নম্বরে ব্যাট হাতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক থিসারা পেরেরা। তাই ৩১ বলের ইনিংসে ১টি চার ও ৬টি ছক্কা ছিল।

এছাড়া দিনেশ চান্ডিমাল ২০ বলে ২৬ ও কামিন্দু মেন্ডিস ১৪ বলে ২৪ রান করেন। বল হাতে ইংল্যান্ডের ডেনলি ১৯ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের ডেনলি।

আগামী ৬ নভেম্বর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে শক্তিশালী দল রংপুর রাইডার্স

বিপিএলে শক্তিশালী দল রংপুর রাইডার্স

প্লেয়ার ড্রাফটে কেমন হলো বিপিএলের দলগুলো

প্লেয়ার ড্রাফটে কেমন হলো বিপিএলের দলগুলো

১ কোটি ৬০ লাখ টাকায় কুমিল্লায় শহীদ আফ্রিদি

১ কোটি ৬০ লাখ টাকায় কুমিল্লায় শহীদ আফ্রিদি

বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলবেন আশরাফুল

বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলবেন আশরাফুল