পিএসএলে ভারতীয় সমর্থকদের স্টেডিয়ামে ঢুকতে বাধা!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
পিএসএলে ভারতীয় সমর্থকদের স্টেডিয়ামে ঢুকতে বাধা!

ফাইল ছবি

কাশ্মীরে জঙ্গি হামলার জেরে ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্কে যে অস্থিরতা তৈরি হয়েছে তার ছায়া দেখা গেল পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। বুধবার দুবাই স্পোর্টস সিটি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের ম্যাচ ছিল। যে ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢোকার সময় দুই ভারতীয় ক্রিকেট সমর্থককে বাধা দেওয়া হয়। এই ঘটনা নিয়ে প্রবাসী ভারতীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে একপর্যায়ে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয় তাদের।

জঙ্গি আক্রান্ত পাকিস্তানে কোনো ক্রিকেট লিগ বা আন্তর্জাতিক ক্রিকেটের সুযোগ নেই। আরব আমিরাতকে 'হোম গ্রাউন্ড' বানিয়ে খেলছে তারা। পিএসএলও হচ্ছে আরব আমিরাতে। সেখানে প্রচুর প্রবাসী ভারতীয় থাকেন। তাই ওই ঘটনার পর তৎপর হয়ে ওঠে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। পিসিবির এক কর্মকর্তা তড়িঘড়ি জানিয়ে দেন, দর্শকদের আটকানোর ব্যাপারে তাদের কোনো হাত নেই। কারণ গোটা স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকে স্থানীয় পুলিশ।

পিসিবির এক বিবৃতিতে বলা হয়, 'আমরা এই ঘটনার কথা জানতে পেরেছি। ওই দর্শকদের সঙ্গে কথা বলার পর তাদের স্টেডিয়ামে ম্যাচ দেখার অনুমতি দেওয়া হয়েছে। তাদের কাছে বৈধ টিকিটও ছিল।'

এর আগে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা বন্ধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যা নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল পাকিস্তানের ক্রিকেট মহলে। প্রশ্ন উঠেছিল কেন পাকিস্তানি ক্রিকেটারদেরই বাদ দেওয়া হচ্ছে। যেখানে বিশ্বের অন্য দেশের ক্রিকেটারেরা খেলতে পারছেন আইপিএলে। এবার দুবাইয়ে ভারত-পাক সাম্প্রতিক রাজনৈতিক জটিলাবস্থার কারণে পিএসএলে ভারতীয় সমর্থকদের এভাবে বাধা দেওয়ায় সমালোচনার ঝড় উঠেছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে নিয়ে কথার বোমা ফাটালেন আফ্রিদি

ভারতকে নিয়ে কথার বোমা ফাটালেন আফ্রিদি

পাকিস্তান ভারতের শত্রু নয় : ওয়াসিম আকরাম

পাকিস্তান ভারতের শত্রু নয় : ওয়াসিম আকরাম

ওয়াসিম আকরামের বিরুদ্ধে অশালীনতা অভিযোগ

ওয়াসিম আকরামের বিরুদ্ধে অশালীনতা অভিযোগ

ফের সরাসরি সম্প্রচারে পিএসএল

ফের সরাসরি সম্প্রচারে পিএসএল