চ্যাম্পিয়নদের মুখোমুখি ভারত, সহজ হবে না লড়াই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৩ আগস্ট ২০১৯
চ্যাম্পিয়নদের মুখোমুখি ভারত, সহজ হবে না লড়াই

গত তিন মাস ভারতীয় ক্রিকেটে যে টালমাটাল অবস্থা চলছে তা কি এবার কাটিয়ে উঠতে পারবে? বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার ধাক্কা সামলানো সত্যিই কঠিন। সে সময় ভারতে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল ক্রিকেটারদের। তবে সেসব সবাই এখন ভুলেছে। এখন সবাই দেখতে চাইবে একঝাঁক তরুণ মুখ নিয়ে টি-২০ ফরম্যাটে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত কী করতে পারে।

সিরিজে তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। প্রথম ম্যাচ হবে ফ্লোরিডায়। ফ্লোরিডার উইকেটে রান থাকলেও তিন ম্যাচে কোহলিদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ, এই ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন। ক্রিকেটের এই ফরম্যাট ওয়েস্ট ইন্ডিজের পছন্দ বরাবরই। তবে বাস্তবতা হলো এই ফরম্যাটে কেউ ফেভরিট হয় না।

প্রত্যেক বিশ্বকাপের পর নির্বাচকরা দলে বদল এনে থাকেন। ভারতীয় শিবিরেও তাই হয়েছে। যে ভারতীয় বোলিংয়ের প্রতাপ ছিল দুর্দান্ত তা-ই পড়েছে চ্যালেঞ্জের মুখে। কোহলিদের ভরসা রাখতে হবে খলিল আহমেদ, দীপক চাহার, নভদীপ সাইনিদের মতো তরুণ ক্রিকেটারদের ওপর।

কয়েক মাস আগে ভারতীয় দলের ফোকাস ছিল ওয়ানডেেতে। এখন ফোকাস টি২০-তে। কারণ পরের বছর টি-২০ বিশ্বকাপ।


শেয়ার করুন :


আরও পড়ুন

খেলা শুরুর আগেই দুঃসংবাদ উইন্ডিজ শিবিরে

খেলা শুরুর আগেই দুঃসংবাদ উইন্ডিজ শিবিরে

বিপিএলে যুক্ত হবে আরও দুই দল

বিপিএলে যুক্ত হবে আরও দুই দল

বিসিবির সকল পরিকল্পনায় টি-২০ বিশ্বকাপ

বিসিবির সকল পরিকল্পনায় টি-২০ বিশ্বকাপ

নতুন ফরম্যাটে বিবিএল

নতুন ফরম্যাটে বিবিএল