গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৯
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা

ছবি : আইসিসি

নারী টি-২০ বিশ্বকাপের বাছাইয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপের বাছাইয়ের শেষ চারের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গ্রুপের শেষ দিনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিকদের ১৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচটি স্কটল্যান্ডের জন্য ছিল বাঁচামরার লড়াই। কারণ, নিজেদের তিন ম্যাচে দুটিতে জিতে আগেই কাজ সেরে রেখেছিল পাপুয়া নিউগিনি (পিএনজি)। আর দুই ম্যাচে ১ জয় পেয়েচিল স্কটিশরা।

বার বার বৃষ্টির বাধায় ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ৮ ওভারে। ডাকওয়ার্থ লুইস মেথড পদ্ধতিতে স্কটল্যান্ডের সামনে লক্ষ্য বেধে দেয়া হয় ৬৩ রানের। কিন্তু ৪৯ রানেই থেমে যায় স্কটিশদের ইনিংস। ১৩ রানের জয়ের মাধ্যমে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। একই সঙ্গে নিশ্চিত হয় পিএনজির সেমিফাইনালের টিকিট।

এর আগে বৃষ্টির কারণে ম্যাচের শুরুতে ওভার কমিয়ে আনা হয়, নির্ধারণ করা হয় ১৭ ওভারের খেলা। পরে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই টাইগ্রেস ওপেনারের মধ্যে সানজিদা ৪ রান করে আউট হলেও মুরশিদার করেন ২৬ রান।sportsmail24ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নিগার সুলতানা

এরপর নিগার সুলতানা জ্যোতি ৩৭ বলে ৩৫ ও ফারজানা হক পিঙ্কি ২২ বলে ২৩ রানে নির্ধারিত ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। এরপর আবারও নামে বৃষ্টি। ডাকওয়ার্থ লুইস মেথড পদ্ধতিতে স্কটল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ৮ ওভারে ৬৩ রান।

এ রান তাড়া করতে নেমে সুবিধা করতে পারেননি স্কটিশ নারীরা। নাহিদা আকতার, ফাহিমা খাতুন, খাদিজা তুল কুবরাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৯ রান তুলে স্কটল্যান্ড।

বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট শিকার করেন নাহিদা আকতার, রিতু মনি ও খাদিজা তুল কুবরা। উইকেট না পেলেও ২ ওভার বোলিং করে মাত্র ৮ রান খরচ করেন ফাহিমা। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের নিগার সুলতানা।

এদিকে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে থাইল্যান্ড ও আয়ারল্যান্ড। বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিতে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‌‘বি’ গ্রুপের রানারআপ আয়ারল্যান্ডকে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৭ ওভারে ১০৪/৪ (মুরশিদা ২৬, নিগার ৩৫*, ফারজানা ২৩; ক্যাথরিন ব্রাইস ২/১৩, মাকসুদ ২/২০)
স্কটল্যান্ড : (লক্ষ্য ৮ ওভারে ৬৩) ৮ ওভারে ৪৯/৬ (ক্যাথরিন ২১, হকিন্স ৯, চ্যাটার্জি ৫)।



শেয়ার করুন :


আরও পড়ুন

টানা জয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা

টানা জয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশি মেয়েদের বড় জয়

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশি মেয়েদের বড় জয়

আফগানিস্তানের বিপক্ষেই নাম ও নম্বর ব্যবহার করবে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষেই নাম ও নম্বর ব্যবহার করবে টাইগাররা

হাথুরু-রোডস ব্যর্থ হলেও আশাবাদী ডোমিঙ্গো

হাথুরু-রোডস ব্যর্থ হলেও আশাবাদী ডোমিঙ্গো